নাগপুর, 3 জুন : অস্তিত্ব সংকটে উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের ৷ মসজিদের ওজুখানার জলাধারে শিবলিঙ্গের সন্ধান মিলেছে, এহেন জল্পনায় উত্তাল দেশ ৷ বারাণসী আদালতে চলছে এই সংক্রান্ত মামলা ৷ পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে আদালতের নির্দেশে মসজিদে চলছে ভিডিয়োগ্রাফি সমীক্ষা ৷ জ্ঞানবাপীর সূত্র ধরে কুতুব মিনার কিংবা তাজমহলের প্রকৃত সত্য উদঘাটনেও যখন সরব হিন্দুত্ববাদীদের একাংশ, তখন আরএসএস প্রধান মোহন ভাগবতের গলায় উলটো সুর ৷ ধরে-ধরে দেশের সকল মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন সঙ্ঘপ্রধান (Mohan Bhagwat questions over looking for shivling in every mosque) ৷ একইসঙ্গে বিতর্কে রাশ টেনে পারস্পরিক ঐক্যমতের ভিত্তিতে বোঝাপড়ার ডাক দিলেন তিনি ৷
নাগপুরের একটি অনুষ্ঠান থেকে মোহন ভাগবত বলেন, "কিছু জায়গার প্রতি আমাদের বিশেষ ভক্তি থাকতেই পারে ৷ তাই বলে রোজ রোজ নতুন ঘটনা বের করে আনার কোনও মানে হয় না ৷ বিতর্ক বাড়িয়ে কী লাভ ? জ্ঞানবাপী মসজিদের প্রতি আমাদের ভক্তি কাজ করেছে, সেটা ঠিক আছে ৷ কিন্তু তাই বলে সব মসজিদে শিবলিঙ্গ খুঁজতে যাওয়া অর্থহীন ৷"