পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RSS Vijayadashmi Utsav: আরএসএস-এর বিজয়দশমী উৎসবে ভাগবতের নির্বাচনী বার্তা, প্রধান অতিথি শংকর মহাদেবন

Mohan Bhagwat RSS Vijayadashmi Utsav: নাগপুরে আরএসএস-এর বিজয়দশমী উৎসবে নির্বাচনী বার্তা দিলেন মোহন ভাগবত ৷ এ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন শংকর মহাদেবন ৷

Mohan Bhagwat RSS Vijayadashmi Utsav
আরএসএস-এর বিজয়দশমী উৎসব

By ANI

Published : Oct 24, 2023, 11:09 AM IST

নাগপুর, 24 অক্টোবর:রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বার্ষিক 'বিজয়াদশমী উৎসব' অনুষ্ঠান শুরু হল কর্মীদের (রুট মার্চ) দিয়ে ৷ দলের ভাষায় যার নাম 'পথ সঞ্চালন'৷ মঙ্গলবার মহারাষ্ট্রের নাগপুর থেকে শুরু হয় আরএসএস-এর রুট মার্চ । এই অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷

'বিজয়াদশমী উৎসব' উপলক্ষে এ দিন 'শাস্ত্রপূজা' করেন আরএসএস প্রধান মোহন ভাগবত ।

তিনি বলেন, "...নির্বাচন আসছে...মনে রাখবেন ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য । প্রত্যেকেরই তা করা উচিত । শান্ত মনে চিন্তা করুন কে ভালো এবং কে ভালো কাজ করেছে...ভারতীয় জনগণ সবকিছুর অভিজ্ঞতা আছে...যারা সেরা তাদের দাও...৷"

আনুষ্ঠানিক দশেরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত গায়ক-সুরকার শংকর মহাদেবন । এই অনুষ্ঠানের সূচনায় ভাষণ দিতে গিয়ে শংকর মহাদেবন বিজয়াদশমী উপলক্ষে সকলকে তাঁর শুভেচ্ছা জানান ৷ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আরএসএস প্রধান মোহন ভাগবতকে ধন্যবাদ জানান তিনি ।

আরও পড়ুন:লাল-সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলা, উমার বিদায়বেলায় বাংলার এই রেওয়াজের নেপথ্যে কী ?

এ দিনের অনুষ্ঠানের ফাঁকে সংবাদসংস্থা এএনআইকে শংকর মহাদেবন বলেন, "আমি বিজয়াদশমী উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা জানাতে চাই ৷ আমি অত্যন্ত সম্মানিত ও সৌভাগ্যবান যে, আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত জানানো হয়েছে । আমি আরএসএস প্রধান মোহন ভাগবত এবং সমগ্র স্বয়ংসেবক সংঘ পরিবারকে ধন্যবাদ জানাতে চাই । এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি খুবই উত্তেজিত ৷"

এই উপলক্ষে আরএসএস প্রধান মোহন ভাগবত সংগঠনের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারকে শ্রদ্ধা জানিয়েছেন । শংকর মহাদেবনও কেবি হেডগেওয়ারের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । (সংবাদসংস্থা এএনআই)

ABOUT THE AUTHOR

...view details