পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mohammed Azharuddin Exclusive Interview: জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসী আজহার, তীব্র কটাক্ষ বিআরএসকে - প্রাক্তন সাংসদ

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা মহম্মদ আজহারউদ্দিন নির্বাচনে জয়ের ব্যাপারে চরম আত্মবিশ্বাসী ৷ তাঁর দাবি, বিআরএস সরকার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। জুবিলি হিলস কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করা আজহারের একান্ত সাক্ষাৎকার নিলেন ইটিভি ভারতের প্রতিনিধি নিখিল বাপাট।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 6:42 AM IST

Updated : Nov 14, 2023, 6:55 AM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে জুবিলি হিলস কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ৷ নিজের শহরে জয়ের বিষয়ে চরম আত্মবিশ্বাসী আজাহার ৷ তাঁর দাবি, রাজ্যের শাসকদল বিআরএস এলাকায় কোনও উন্নয়নই করেনি ৷ অভিজাত এই এলাকায় নিকাশি সমস্যা চরমে ৷ কিন্তু সরকার এদিকে কোনও নজর দেয়নি ৷

ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আজহারউদ্দিন জানান, নির্বাচনী এলাকার অবস্থা দেখে তিনি যথেষ্টই বিচলিত ৷ তাঁর কথায়, "জুবিলি হিলস নামটা ভারী। এই নাম শুনলেই সবাই মনে করে এখানে বোধহয় কোটিপতিরা থাকেন ৷ কিন্তু এলাকাটি কোন রাজ্যে তাও দেখতে হবে! এখানে এসে সব দেখে অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। আমি অবশ্য মনে করি সময়ের সঙ্গে সঙ্গে আমরা এলাকার উন্নয়ন করতে পারব ৷ আমি বিধায়ক হব এবং এই নির্বাচনী এলাকার উন্নয়ন করব ৷”

60 বছর বয়সি প্রাক্তন সাংসদ ক্রিকেটের মাঠে যেমন আত্মবিশ্বাসী ছিলেন এক্ষেত্রেও সেই তৎপরতা দেখা গিয়েছে ৷ 30 নভেম্বর তেলেঙ্গানা নির্বাচন ৷ তাঁর নির্বাচনী কেন্দ্রে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ৷ তার মাঝেও নিজের জয়ের ব্যাপারে আশাবাদী আজহার ৷ অন্যদিকে, আজহারের বিপক্ষে বিআরএস মাগন্তী গোপীনাথকে নির্বাচনের ময়দানে নামিয়েছেন ৷ টানা তৃতীয়বার জয়ের অপেক্ষায় রয়েছেন গোপীনাথ। বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন এল দীপক রেড্ডি। আজহারের বিপক্ষে মহম্মদ রাশেদ ফরাজুদ্দিনকে প্রার্থী করেছে এআইএমআইএম ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করে, এআইএমআইএম প্রার্থী সংখ্যালঘু ভোটে ভাগ ভাগ বসাবেন। তাতে আখেরে বিআরএসের সুবিধা হতে পারে ৷

আজহারউদ্দিন অবশ্য সাধারণ মানুষের জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই ভোট ময়দানে নেমেছেন ৷ আর সেই দিক থেকেই জয়ের বিষয়ে তিনি চরম আত্মবিশ্বাসী ৷ তাঁর কথায়, "আমি খুব আত্মবিশ্বাসী জয়ের বিষয়ে ৷ আসলে এটা আমার জন্য নতুন কোনও ম্যাচ নয় ৷ এর আগেও আমি কয়েকবার নির্বাচনে লড়েছি। কিন্তু আমি মনে করি এই নির্বাচন ভিন্ন, কারণ এই লড়াই আমার নিজের শহরে। এখানে সকলেই নিজের মানুষ। জুবিলি হিলসের নাগরিকদের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা অসামান্য। ভোটাররা চান এলাকার জন্য কাজ করা হোক ৷"

ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক আজহার এর আগে উত্তর প্রদেশের মোরাদাবাদ থেকে সাংসদও ছিলেন ৷ তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় আসবে কি না, জানতে চাইলে তিনি বলেন, "হ্যাঁ অবশ্যই আসবে !" পালটা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং বিআরএস গত 9 বছরে রাজ্যে কোনও উন্নয়নমূলক কাজ করেনি বলে তাঁর দাবি। আজহারউদ্দিনের মতে, গত 9 বছরে রাজ্যে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। কেসিআর 'বাঙ্গারু' তেলেঙ্গানা (সোনার তেলেঙ্গানা) গড়েছেন বলে দাবি করেন। কিন্তু আসলে তেলেঙ্গানার উন্নয়ন হয়নি।

আজহারউদ্দিন আরও বলেন, "আমার কাছে উন্নয়ন হচ্ছে দরিদ্র মানুষের ভালো করা। উন্নয়ন মানে বড় বড় ভবন নির্মাণ করে বড়লোকদের সেখানে নিয়ে গিয়ে বসানো নয়। এখানে কোনও চাকরি নেই। কর্মসংস্থানের সুযোগ নেই। এখানে যাঁরা বসবাস করেন সবার আগের তাঁদের উন্নয়ন করতে হবে । সেটা না-করলে প্রকৃত উন্নয়ন হবে না ৷"

আরও পড়ুন:

  1. বেকারত্ব ইস্যুতে মোদিকে তোপ রাহুলের
  2. ছত্তিশগড়ে সরকার থেকে বিদায়ের কাউন্টডাউন শুরু হয়েছে কংগ্রেসের: মোদি
  3. মোদির জনসভায় অস্থায়ী বাতি স্তম্ভে উঠে গেলেন মহিলা ! 'কথা শুনব' আশ্বাস প্রধানমন্ত্রীর
Last Updated : Nov 14, 2023, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details