পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Suicide Prevention: আত্মহত্যা প্রতিরোধে নজর দিল কেন্দ্র, শিক্ষা মন্ত্রকের তরফে স্কুলে দেওয়া হল নির্দেশিকা - আত্মহত্যা প্রতিরোধ

স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা রুখতে উদ্যোগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আত্মহত্যা প্রতিরোধ নিয়ে নির্দেশিকা জারি করল ৷ যা পাঠিয়ে দেওয়া হয়েছে হয়েছে স্কুলে স্কুলে ৷ বলা হয়েছে স্কুল ওয়েলনেস টিম গঠনের কথা ৷

সৌঃ টুইটার
Suicide Prevention

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 10:54 PM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর:আত্মহত্যার প্রবণতা কমিয়ে সচেতনতা বাড়িয়ে তোলার উদ্দেশে 10 সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় 'আত্মহত্যা প্রতিরোধ দিবস'। এর অর্থ হল 'Creating Hope Through Action' অর্থাৎ 'কাজের মধ্যে দিয়ে আশা তৈরি'। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর গোটা বিশ্বে প্রায় আট লক্ষ মানুষ আত্মঘাতী হন যাদের মধ্যে বেশিরভাগই 15-29 বছর বয়সি ৷ এর বাইরেও কয়েক কোটি মানুষ রয়েছেন, যারা ভয়াবহ অবসাদের সঙ্গে লড়াই চালাতে চালাতে প্রতিনিয়ত আত্মহত্যার কথা ভেবে থাকেন ৷ এবার এ নিয়ে উদ্যোগী হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ আত্মহত্যা প্রতিরোধ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে ৷

আত্মহত্যার প্রবণতা বেশি দেখা যায় ছাত্রদের মধ্যে ৷ কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রত্যেক স্কুলে একটি ওয়েলনেস টিম (SWT) গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ছাত্রদের আত্মহত্যা প্রতিরোধের জন্য স্কুলে স্কুলে পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা ৷ তাতে বলা হয়েছে, যাদের দেখে মনে হয় খুব চুুপচাপ বা কম কথা বলে অথবা কোনও কিছু নিয়ে চিন্তিত তাদের চিহ্নিত করতে হবে ৷ যদি জানা যায় এর আগে কেউ নিজেদের জীবন শেষ করতে চেয়েছে তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রকের পাঠানো ওই নির্দেশিকায় ৷

নির্দেশিকাতে এও বলা হয়েছে, 'প্রত্যেক ছাত্রকে বোঝাতে হবে যে তাদের জীবনের গুরুত্ব ৷ কারণ ছাত্রদের মধ্যে এই প্রবণতা বেশি ৷ তারা জানতে পারে না জীবনের মূল্য কী ৷ জীবনের গুরুত্ব কী ৷ আর তা বোঝানোর দায়িত্ব স্কুলগুলিকেও দেওয়া হয়েছে ৷ এছাড়াও, নির্দেশিকাগুলি স্কুলের তরফে যেন বাবা-মায়েদেরও অবগত করা হয়, তাও ওই বিবৃতিতে জানানো হয়েছে ৷ এর পাশাপাশি বন্ধুদের সঙ্গে তুলনা, ব্যর্থতাকে বারবার তুলে ধরা অ্যাকাডেমিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে সাফল্যের পরিমাপগুলিকে দেখানোর বিষয়গুলি যাতে বন্ধ করা হয় ৷

আরও পড়ুন:'আত্মহত্যা নয়, দ্রুত গন্তব্যে পৌঁছনর মাধ্যমই মেট্রো' বার্তা কর্তৃপক্ষের

ABOUT THE AUTHOR

...view details