লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর নয়াদিল্লি, 15 অগস্ট: আগামী 5 বছরে ভারত তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হবে ৷ 77তম স্বাধীনতা দিবসে এটাই 'মোদির গ্যারান্টি' ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবস উদযাপনে জাতির উদ্দেশে ভাষণে এই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
'পরিবারের সদস্য' সম্বোধন: 77তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে বক্তৃতা করার সময় দেশের জনগণকে 'আমার সহ নাগরিক' হিসেবে সম্বোধন করার পরিবর্তে নাগরিকদের তাঁর 'পরিবারের সদস্য' হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী । তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে উঠে আসে মণিপুর প্রসঙ্গও ৷
2024 সালের সাধারণ নির্বাচনের আগে মোদি তাঁর শেষ স্বাধীনতা দিবসের ভাষণের শুরুতেই বলেন, "আমার প্রিয় 140 কোটি পরিবারের সদস্য ।"
পুরো বক্তৃতায় তিনি দেশের জনগণকে 'পরিবারজন (পরিবারের সদস্য)' বলে উল্লেখ করেন । প্রধানমন্ত্রী তাঁর আগের বক্তৃতায় দেশের জনগণকে 'আমার প্রিয় ভাই ও বোনেরা' বলে উল্লেখ করেছিলেন । এ দিন মোদি বলেন, বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন থামবে না । তাঁর কথায়, "সমস্ত রেটিং এজেন্সি দেশের প্রশংসা করছে ৷"
মণিপুর প্রসঙ্গ: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উঠে আসে মণিপুরের কথা ৷ তিনি বলেন যে, এই বছরের মে থেকে জাতিগত হিংসায় ভুগছে মণিপুর ৷ সেখানকার জনগণের পাশে দাঁড়াবে গোটা দেশ ৷ ভারত মণিপুরের জনগণের সঙ্গে আছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী মোদি । তিনি মণিপুরে হিংসার চক্র, মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনাগুলির কথাও তুলে ধরেন এ দিনের ভাষণে ৷
মোদির কথায়, "মণিপুরে শান্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে । কেন্দ্র ও রাজ্য সরকার সমস্যা সমাধানের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । আমরা তা আরও চালিয়ে যাব ।"
স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ: 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে তাঁর প্রথাগত ভাষণে প্রধানমন্ত্রী মোদি স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেছেন । তিনি বলেন, "আমি তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই যাঁরা দেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন ।"
আরও পড়ুন:'মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত হয়েছে', স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গলায় মণিপুর-উদ্বেগ