পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

I-PAC-Tripura : জামিনে মুক্ত 23 আইপ্যাক কর্মী, এবার ত্রিপুরাতেও খেলা হবে স্লোগান ডেরেক-ব্রাত্যর - Derek O'Brain : ত্রিপুরায় গুজরাট মডেল চালাচ্ছেন মোদি, এবার খেলা হবে সেখানেও, জানালেন ডেরেক-ব্রাত্য

ত্রিপুরায় আটকে থাকা 23 জন আইপ্যাকের কর্মী জামিনে মুক্ত হয়েছেন ৷ এই কর্মীদের মুক্ত করতে গিয়ে ত্রিপুরায় তৃণমূল নেতারা জানালেন এবারে সেখানেও খেলা হবে ৷ এদিন ত্রিপুরায় একটি সাংবাদিক সম্মেলন করেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien), ব্রাত্য বসু (Bratya Basu), মলয় ঘটক (Moloy Ghatak), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ৷ সেখানে ডেরেক অভিযোগ করেন, ত্রিপুরায় গুজরাত মডেল চালাচ্ছেন মোদি-শাহ ৷

ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতারা
ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতারা

By

Published : Jul 29, 2021, 6:21 PM IST

Updated : Jul 29, 2021, 9:32 PM IST

আগরতলা, 29 জুলাই : আটক 23 জন আইপ্যাক (I-PAC) কর্মী জামিনে মুক্ত হলেন ৷ বৃহস্পতিবার স্থানীয় আদালতে আত্মসমর্পণ করেন তাঁরা ৷ সেখানেই তাঁদের জামিন মঞ্জুর করা হয় । আইপ্যাকের এই কর্মীদের আটকে রাখার ঘটনার নিন্দায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) বলেন, "ত্রিপুরায় কার্যত গুজরাত মডেল চলছে ৷" এদিন ত্রিপুরায় করা একটি সাংবাদিক সম্মেলনে মোদি-শাহকে তুলোধনা করেন ডেরেক ৷ সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও ৷ আইপ্যাকের ঘটনার নিন্দার পাশাপাশিই তৃণমূল নেতারা এদিন জানান, এবার খেলা হবে ত্রিপুরাতেও ৷

আইপ্যাকের 23 জন কর্মীর বিরুদ্ধে মঙ্গলবার এফআইআর দায়ের করে ত্রিপুরা পুলিশ ৷ তারপরের দিনই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নেতারা যান তাঁদের মুক্ত করতে ৷ এদিন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এসবি দাস তাঁদের জামিন মঞ্জুর করেন ৷

এদিন ত্রিপুরায় সাংবাদিক সম্মেলনে ডেরেকের অভিযোগ, তৃণমূলের কাজে আইপ্যাকের কিছু কর্মী ত্রিপুরায় কাজ করতে এসেছেন ৷ দিল্লি থেকে তাঁদের মোদি-শাহ গ্রেফতারের নির্দেশ দিয়ে দিলেন ৷ এটা তো গুজরাত মডেল ৷ সেই মডেল মোদি ত্রিপুরায় চালাচ্ছেন ৷ এখানে কেউই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না ৷ নাম না করেই ডেরেক বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, "এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আলাদা ৷ সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞাসা করলে তৃণমূল কংগ্রেস উত্তর দেয় ৷"

খেলা হবে প্রসঙ্গে ব্রাত্য বলেন, "কংগ্রেস বা বামকে মানুষ দেখেছেন এখানে ৷ তৃণমূলকে মানুষ দেখেননি ৷ আমরা এখানে সংগঠনকে ঢেলে সাজাচ্ছি ৷ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ৷ এব্যাপারে যা বলার অভিষেকই বলবেন ৷ তবে খেলা হবে ৷ জার্সি পরা শুরু হয়ে গিয়েছে ৷"

ত্রিপুরায় সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতারা ৷

আইপ্যাকের (I-PAC) 23 জন কর্মীকে আটকে রাখার অভিযোগ ওঠে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ৷ তারপরই পশ্চিমবঙ্গ থেকে তিনজন তৃণমূল নেতা আগরতলায় পৌঁছন আইপ্যাকের ওই কর্মীদের মুক্ত করতে ৷ বৃহস্পতিবার তাঁরা জামিন পেলেন ৷ এদিন ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতারা ৷ সেখানেই তাঁরা ত্রিপুরা সরকার এবং মোদি-শাহকে তুলোধনা করেন ৷

আরও পড়ুন : I PAC: এবার ত্রিপুরা গেলেন ডেরেক-কাকলি, শুক্রে অভিষেক

Last Updated : Jul 29, 2021, 9:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details