পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cong Slams Centre over Adani Issue: হাম আদানি কে হ্যায় কউন ! এই প্রশ্নের থেকে পালাতে পারবেন না মোদি ও তাঁর সরকার: কংগ্রেস - জয়রাম রমেশ

হাম আদানি কে হ্যায় কউন (Hum adani ke hain kaun) - এই প্রশ্নের থেকে পালাতে পারবেন না নরেন্দ্র মোদি ও তাঁর সরকার (Cong Slams Centre over Adani Issue)৷ এ ভাবেই কেন্দ্রকে আক্রমণ করল কংগ্রেস (Jairam Ramesh Slams Modi)৷

Jairam Ramesh ETV Bharat
মোদিকে আক্রমণ কংগ্রেসের

By

Published : Feb 5, 2023, 6:00 PM IST

নয়াদিল্লি, 5 ফেব্রুয়ারি:আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াল কংগ্রেস (Cong Slams Centre over Adani Issue)৷ রবিবার তারা অভিযোগ করেছে যে, নরেন্দ্র মোদি সরকারের "তীব্র নীরবতা" এই ইস্যুতে যোগসাজশের ইঙ্গিত দিচ্ছে । গৌতম আদানির নেতৃত্বাধীন গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও অর্থ পাচারের মতো অনেক গুরুতর অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গ রিসার্চ (Jairam Ramesh Slams Modi)৷

কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন রমেশের: রবিবার এক বিবৃতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেন যে, কংগ্রেস রবিবার থেকে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দিনে তিনটি করে প্রশ্ন উত্থাপন করবে । তিনি বলেন, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের মধ্যে মোদি সরকার তীব্র নীরবতা বজায় রেখেছে, যা যোগসাজশের ইঙ্গিত দেয় ৷

রমেশ বলেন যে, 2016 সালের 4 এপ্রিল পানামা পেপারস প্রকাশের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ঘোষণা করেছিল যে, মোদি ব্যক্তিগতভাবে একটি বহু-এজেন্সি তদন্তকারী গোষ্ঠীকে অফশোর ট্যাক্স হেভেন থেকে আর্থিক লেনদেনের বিষয়ে তদারকির নির্দেশ দিয়েছেন ।

হাম আদানি কে হ্যায় কৌন:রমেশ বলেন, "পরবর্তীতে, 2016 সালের 5 সেপ্টেম্বর চিনের হ্যাংজুতে জি20 সম্মেলনে আপনি (মোদি) বলেছিলেন: 'আমাদের অর্থনৈতিক অপরাধীদের নিরাপদ আশ্রয় নির্মূল করতে, অর্থ পাচারকারীদের খুঁজে বের করতে এবং নিঃশর্তভাবে প্রত্যর্পণ করতে হবে এবং জটিল আন্তর্জাতিক জাল ভেঙে দিতে হবে । এটি এমন কিছু প্রশ্নের দিকে নিয়ে যায় যা আপনি এবং আপনার সরকারকে 'HAHK (হাম আদানি কে হ্যায় কৌন)' এই প্রশ্ন থেকে আড়াল করতে পারবেন না ৷"

আরও পড়ুন:আদানিদের থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, কী এমন ঘটল গত 10 দিনে ?

মোদিকে আক্রমণ রমেশের: রমেশ আরও বলেন, গৌতম আদানির ভাই বিনোদ আদানির নাম ছিল পানামা পেপারস এবং প্যান্ডোরা পেপারসে । বাহামা এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে উপকূলীয় বিষয় পরিচালনা করেন এমন একজন হিসেবে তাঁর নাম ছিল । রমেশের কথায়, "তিনি অফশোর শেল এনটিটির একটি বিশাল গোলকধাঁধার মাধ্যমে স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টিং জালিয়াতিতে জড়িত বলে অভিযোগ রয়েছে । আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনার আন্তরিকতা এবং নিয়ত (অভিপ্রায়) সম্পর্কে প্রায়শই কথা বলেছেন, এমনকী দেশকে নোটবন্দির মতো কঠিন মূল্য চোকাতে বাধ্য করেছেন ৷"

আদানিদের বিরুদ্ধে কী ব্যবস্থা ? প্রশ্ন রমেশের: কংগ্রেসের সাধারণ সম্পাদক ড. রমেশ অভিযোগ করেছেন যে, কয়েক বছর ধরে, প্রধানমন্ত্রী মোদি তার রাজনৈতিক প্রতিপক্ষকে "ভীতি প্রদর্শন" করতে এবং তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানকে "শাস্তি" দেওয়ার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই এবং রাজস্ব গোয়েন্দা দফতরের মতো সংস্থাগুলির "অপব্যবহার" করেছেন । আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বছরের পর বছর ধরে গুরুতর অভিযোগের তদন্ত করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান রমেশ ৷ প্রধানমন্ত্রীর অধীনে এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের কোনও আশা আছে কি না সেই প্রশ্নও করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details