পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nadda on BJP Victory: নির্বাচনের সংস্কৃতিকেই বদলে দিয়েছেন মোদি, জয়ের পর পরিবারতন্ত্র নিয়ে খোঁচা নাড্ডার - Modi has altered culture of elections

চার রাজ্যে বিধানসভা (Assembly elections 2022) নির্বাচনে বিপুল জয়ের (Nadda on BJP Victory) পর জেপি নাড্ডা বললেন, দেশের রাজনীতির সংস্কৃতিকেই বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (BJP landslide victory in four of the five Assembly Elections) ৷

modi-has-altered-culture-of-elections-in-india-says bjp-chief-nadda
নির্বাচনের সংস্কৃতিকেই বদলে দিয়েছেন মোদি, জয়ের পর পরিবারতন্ত্র নিয়ে খোঁচা নাড্ডার

By

Published : Mar 11, 2022, 9:14 AM IST

নয়াদিল্লি, 11 মার্চ:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতি ও নির্বাচনের সংস্কৃতিকেই বদলে দিয়েছেন (Modi has altered culture of Elections) ৷পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly elections 2022) মধ্যে চার রাজ্যেই (BJP landslide victory in four of the five Assembly Elections) বিজেপির বিপুল জয়ের পর উচ্ছ্বসিত কর্মীদের উদ্দেশে এ কথা বললেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সাধারণ মানুষের ক্ষমতায়নে কেন্দ্র যে রকমারি সামাজিক প্রকল্প চালাচ্ছে, তারই ফল ভোটবাক্সে পড়েছে বলে দাবি করেছেন তিনি ৷

দলীয় নেতাদের জেপি নাড্ডা (Nadda to laud PM Modi) বলেন, "প্রধানমন্ত্রী মোদি রাজনীতির সংস্কৃতিকে বদলে দিয়েছে ৷ দশকের পর দশক ধরে রাজনীতিকে কর্তৃত্ব করেছে পরিবারতন্ত্র, আঞ্চলিকতা, সাংস্কৃতিকবাদ ইত্যাদি ৷ কিন্তু আজ রাজনীতি হল উন্নয়ন, ক্ষমতায়ন, যুব, মহিলা ও কৃষকদের ক্ষমতায়নের জন্য ৷"

আরও পড়ুন:Modi on BJPs Win in UP : উত্তরপ্রদেশের ফলাফল আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করল, আত্মবিশ্বাসী মোদি

যে শরিক দলগুলি বিজেপির বিরুদ্ধে গিয়েছে, তাদের প্রসঙ্গে বলতে গিয়ে নাড্ডা বলেছেন, "আমি সবসময় এটা বলে এসেছি যে, বিভিন্ন নেতা ও দল যতই হাত ধরাধরি করুক, ভোটাররা ঠিক জানেন কী ভাবে তাঁদের স্বার্থ সুরক্ষিত রাখতে হয় ৷"

নাড্ডার দাবি, নির্বাচন কোনও অংক নয়, এটি হল রসায়ন ৷ তিনি বলেন, "যখনই আমরা রসায়নের কথা বলব, তখন আমাদের মনে রাখা উচিত দেশের সেই সব গরিব মানুষের কথা, যাঁরা বছরের পর বছর শোষিত হয়েছেন ৷ অর্থাৎ আমাদের মায়েরা, বোনেরা, যুবরা ও কৃষকরা ৷ তাঁদের সবার সঙ্গে নরেন্দ্র মোদির একটা বন্ধন রয়েছে, সেটা শুধুই একটা রাসায়নিক বন্ধন ৷ এটা মোদির রসায়ন, তাঁর উন্নয়নের রসানয়নই তাঁকে গরিব মানুষ ও তাঁদের সুবিধার্থে তাঁদের ক্ষমতায়নে সচেষ্ট করে ৷"

আরও পড়ুন :Yogi's Record in UP Poll : উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জিতে যে সাতটি রেকর্ড করলেন যোগী আদিত্যনাথ

সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার বেশকিছু সামাজিক প্রকল্প চালায় বলে দাবি করে তার তালিকাও দেন জেপি নাড্ডা ৷ তিনি বলেন, "এই প্রকল্পগুলির ফলই নির্বাচনে পেয়েছে নরেন্দ্র মোদির দল ৷"

ABOUT THE AUTHOR

...view details