নয়াদিল্লি, 10 জুলাই: আজ পবিত্র ঈদ-আল-আদহা ৷ দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের এই উৎসব ৷ ঈদ-উল-আধা উপলক্ষ্যে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সাংসদ-নেতা রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
মোদি (Prime Minister Narendra Modi) টুইট করে লিখেছেন, "ঈদ মুবারক ! ঈদ-উল-আধার শুভেচ্ছা রইল ৷ মানুষের উন্নতিতে এবং ভালো থাকার জন্য একসঙ্গে কাজ করতে হবে ৷ তাতে যেন এই উৎসব আমাদের উদ্দীপিত করে ৷" প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দও ঈদ-আল-আদহা (Eid al-Adha) দেশবাসীর উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, "দেশের সব মানুষের জন্য শুভকামনা রইল ৷ বিশেষত মুসলিম ভাই এবং বোনেদের ৷ এই ঈদ-উল-আধা উৎসব আত্মত্যাগ এবং মানুষের সেবার প্রতীক ৷ মানুষের উন্নতিতে এবং সর্বোপরি দেশের উন্নয়ণের জন্য কাজ করতে হবে ৷ এই উৎসবে আমরা যেন সেই প্রতিজ্ঞা করি ৷"
আরও পড়ুন: 'এটাই বাংলার ঐতিহ্য', ঈদের আগে জীবন্ত কালী বন্দনা করে জানালেন মন্ত্রী জাভেদ