নয়াদিল্লি, 21 মে : জ্বালানি তেলে ফের শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার (Modi Government Reducing Central Excise Duty in Petrol-Diesel Price) ৷ পেট্রলে লিটার পিছু 8 টাকা ও ডিজেলে লিটার পিছু 6 টাকা করে কমানো হল ৷ শনিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman) ৷ তিনি জানিয়েছেন, এই শুল্কহ্রাসের জেরে লিটার পিছু পেট্রলের দাম সাড়ে ন’টাকা ও ডিজেলের দাম সাত টাকা করে কমবে ৷
এছাড়া এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন উজ্জ্বলা যোজনায় যাঁরা রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন, তাঁদের দু’শো টাকা করে ভর্তুকি দেওয়া হবে৷ বছরে 12টি সিলিন্ডার পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে৷ এতে 9 কোটি উপভোক্তা উপকৃত হবেন ৷
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটারে লিখেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন থেকে দায়িত্ব নিয়েছেন, সেই সময় থেকেই গরিব মানুষের কল্যাণের লক্ষ্য়েই সরকার কাজ করে চলেছে ৷ সেই কারণে পূর্বতন সরকারগুলির থেকে মোদি সরকারের সময়ে মূল্যবৃদ্ধি অনেকটাই কম রয়েছে ৷
তিনি করোনা অতিমারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও টেনে এনেছেন ৷ এই পরিস্থিতিতে মোদি সরকার কীভাবে গরিবদের কল্যাণে কাজ করছে, সেটাও উল্লেখ করেছেন ৷ তার মধ্যেই তিনি পেট্রল ডিজেলের শুল্ক প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা করেন তিনি ৷ এর ফলে কেন্দ্রীয় সরকারের বছরে 1 লক্ষ কোটি টাকা রাজস্বের ক্ষেত্রে প্রভাব পড়বে বলেও তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন :GST Council meeting: জিএসটি'র আওতায় নয় পেট্রল-ডিজেল, করোনার ওষুধে বাড়ল ছাড়ের সময়সীমা