পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"রফতানির জন্যই টিকার ঘাটতি", কোভিড সঙ্কটে কেন্দ্রকে দোষারোপ সনিয়ার

বর্তমান কোভিড সঙ্কট নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি ৷ কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, টিকা রফতানির জন্যই ঘাটতি সৃষ্টি হয়েছে দেশে ৷

"Modi Government Mismanaged Covid": Sonia Gandhi
"রফতানির জন্যই টিকার ঘাটতি", কোভিড সঙ্কটে কেন্দ্রকে দোষারোপ সনিয়ার

By

Published : Apr 10, 2021, 6:12 PM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধি ৷ বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা সনিয়া-পুত্র রাহুল গান্ধিও ৷ কোভিড পরিস্থিতি আবার উদ্বেগজনক আকার নেওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারকেই দুষেছেন তাঁরা ৷

ভার্চুয়াল বৈঠকে সনিয়া জোর দেন, "পরীক্ষা ও টিকাকরণের" উপর ৷ কেন্দ্রের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে তিনি বলেছেন, "স্বচ্ছতা থাকা প্রয়োজন ৷ কংগ্রেসশাসিত রাজ্য হোক বা অন্য রাজ্য, প্রত্যেক রাজ্যের প্রকৃত সংক্রমিত ও মৃতের সংখ্যা সরকারের প্রকাশ করা উচিত ৷"

টিকার বিষয়ে বলতে গিয়ে সনিয়া বলেন, "আগে আমাদের টিকাকরণ অভিযানের উপর নজর দিতে হবে ৷ তারপর রফতানি ও অন্য দেশকে উপহার দেওয়ার কথা ভাবতে হবে ৷"

আরও পড়ুন:কোভিড বাড়লেও দিল্লিতে লকডাউন নয়, শিগগিরই নয়া কড়াকড়ির পথে কেজরি

টিকার ঘাটতি প্রসঙ্গে কেন্দ্রকে একহাত নিয়ে সনিয়া বলেছেন, "মোদি সরকার পরিস্থিতি ঘেঁটে দিয়েছে - টিকা রফতানি করে ভারতে ঘাটতি সৃষ্টি করেছে ৷"

মহারাষ্ট্র, ওডিশা, অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তিসগঢ় ও বিহার-সহ অনেক রাজ্যেই টিকার ঘাটতি দেখা দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details