পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেতাজির 125 তম জন্মজয়ন্তী পালনে উচ্চপর্যায়ের কমিটি গড়ল মোদি সরকার

নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। ওই কমিটিতে 85 জনকে রাখা হয়েছে। কমিটির পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমিটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকছেন।

Modi Government formed a high level committee to commemorate the 125th birth anniversary of Netaji Subhas Chandra Bose
নেতাজির 125 তম জন্মজয়ন্তী পালনে উচ্চপর্যায়ের কমিটি গড়ল মোদি সরকার

By

Published : Jan 9, 2021, 1:45 PM IST

Updated : Jan 9, 2021, 2:59 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। এই কমিটির মাথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সরকারি তরফে এই ঘোষণা করা হয়েছে।

এই কমিটি ঠিক করবে যে আগামী এক বছর ধরে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য ঠিক কী কী অনুষ্ঠান ও কর্মসূচি করা হবে। ওই কমিটিতে দেশের বিশিষ্ট নাগরিক, ইতিহাসবিদ, লেখক, নেতাজির পরিবারের সদস্যদের রাখা হচ্ছে। এছাড়া থাকবেন আইএনএ-র সঙ্গে জড়িত বিশেষ ব্যক্তিরা। বাংলা থেকে 30 জন এই কমিটিতে থাকছেন। যাঁদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই কমিটি যে কর্মসূচিগুলি ঠিক করবে, তা দিল্লি, কলকাতা এবং নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত স্থানগুলিতে পালিত হবে। এর মধ্যে ভারতের বিভিন্ন জায়গা যেমন থাকবে, তেমনই থাকবে বিদেশের অনেক জায়গা।

ওই কমিটিতে 85 জনকে রাখা হয়েছে। কমিটির পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, মন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ মন্ত্রিসভার আরও অনেকে আছেন। দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও মনমোহন সিংকেও কমিটিতে রাখা হয়েছে।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ লোকসভার প্রাক্তন বেশ কয়েকজন অধ্যক্ষ থাকছেন। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকেও ওই কমিটিতে রাখা হয়েছে। আছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও।

আরও পড়ুন:মানবতা বাঁচাতে ভারতের তৈরি দুটি কোভিড ভ্যাকসিন প্রস্তুত : মোদি

অন্যদিকে বাংলা ও অন্য রাজ্যের একাধিক সাংসদ ও প্রাক্তন সাংসদকেও কমিটিতে রাখা হয়েছে। নেতাজির কন্যা অনিতা বসু রয়েছেন কমিটিতে। এছাড়া কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হল - এ আর রহমান, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা, সেনাবাহিনীর প্রাক্তন জেনারেল শংকর রায় চৌধুরি, মিঠুন চক্রবর্তী, অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী কাজল।

Last Updated : Jan 9, 2021, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details