পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Central Government: এবার চাকরির মেয়াদ বাড়ল ‘র’, আইবি কর্তাদেরও, ফের প্রশ্নের মুখে কেন্দ্র - Tenure

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা ৷ কংগ্রেসের মুখপাত্র রণজীপ সুরজেওয়ালা বলেন, ‘‘ক্ষমতার অপব্যবহার করছে সরকার ৷ বিরোধীদের নির্বাচিত সরকার ভাঙা, তাদের নিশানা করতে এত দিন ধরে এই সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছিল ৷ নিত্যদিন বিরোধীদের বাড়িতে সিবিআই-ইডি হানা দিচ্ছে ৷ বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ৷’’

Modi government extends tenures of RAW, IB chiefs Defence and Home Secretaries
প্রশ্নের মুখে সরকার

By

Published : Nov 15, 2021, 6:40 PM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর: গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সরকারের বোঝাপড়ার অভিযোগের মধ্যেই এবার চাকরির মেয়াদ বাড়ল প্রতিরক্ষা মন্ত্রক এবং গুপ্তচর সংস্থার আমলা এবং আধিকারিকদের ৷ দু’বছর করে চাকরির মেয়াদ বাড়ল প্রতিরক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টর এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইঙ্গ (‘র’)-এর সচিবের ৷ সোমবার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানাল কেন্দ্রীয় সরকার ৷ এর বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যসভায় প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল।

শুধু তাই নয়, প্রয়োজনে কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়ের আধিকারিকদের চাকরির মেয়াদও পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র ৷ জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ৷

আরও পড়ুন:Yogi Adityanath: আলেকজান্ডারকে যুদ্ধে হারিয়েছিলেন চন্দ্রগুপ্ত ! ইতিহাস বিকৃতির অভিযোগ যোগীর বিরুদ্ধে

এর আগে, 2005 সালে প্রতিরক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইবি এবং ‘র’ কর্তাদের চাকরির মেয়াদ দু’বছর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ এ ার তা আরও বর্ধিত করল কেন্দ্র ৷

উল্লেখ্য, এক দিন আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তাদের চাকরির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়, আগে যা দু’বছর পর্যন্ত ছিল ৷ রবিবার সরকারের ওই অর্ডিন্যান্সে সই করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

আরও পড়ুন:Supreme Court : দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে জরুরি বৈঠক ডাকার নির্দেশ সুপ্রিম কোর্টের

কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা ৷ কংগ্রেসের মুখপাত্র রণজীপ সুরজেওয়ালা বলেন, ‘‘ক্ষমতার অপব্যবহার করছে সরকার ৷ বিরোধীদের নির্বাচিত সরকার ভাঙা, তাদের নিশানা করতে এত দিন ধরে এই সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছিল ৷ নিত্যদিন বিরোধীদের বাড়িতে সিবিআই-ইডি হানা দিচ্ছে ৷ বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ৷’’

সরকারের এই সিদ্ধান্তে প্রতিষ্ঠানগুলি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও অভিযোগ উঠছে ৷ অনেকে প্রশ্ন তুলছেন, দেশে কি যোগ্য অফিসারের এতই অভাব যে, বর্তমান অফিসারদের রেখে দিতে হচ্ছে ? নাকি তাঁদের সঙ্গে কোনও বোঝাপড়া রয়েছে ? 29 নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সংসদে ৷ এনিয়ে সেখানে বিরোধীরা সরব হতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details