নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর:ফোনে আড়িপাতার অভিযোগ সংক্রান্ত পেগাসাস (Pegasus snooping) ইস্যুতে স্বাধীন তদন্ত চেয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ সেই মামলায় বিস্তারিত হলফনামা জমা দিতে চায় না কেন্দ্রীয় সরকার ৷ শীর্ষ আদালতকে তাদের তরফে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (Chief Justice N V Ramana) নিয়ে গঠিত বেঞ্চকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখানে লুকানোর কিছু নেই ৷ তাই সরকার জানিয়েছে, বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করে এই ঘটনার তদন্ত করা হবে ৷
আরও পড়ুন :Bhupendra Patel : গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল
যে বেঞ্চে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে মামলা চলছে, সেখানে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি সূর্য কান্ত ও হিমা কোহলি ৷ তাঁদের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কোনও বিশেষ সফটওয়্যার সরকার ব্যবহার করেছে নাকি করেনি, সেটা জনসমক্ষে আলোচনা করার বিষয় নয় ৷ এই বিষয়টি হলফনামায় উল্লেখ করা জাতীয় স্বার্থের পক্ষে যাবে না ৷ তবে বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি যে তদন্ত করছে, তার রিপোর্ট শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া হবে ৷
এর প্রেক্ষিতে শীর্ষ আদালতের তরফে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে যে জাতীয় নিরাপত্তার পরিপন্থী এমন কিছু জানাতে বলা হয়নি ৷ তবে এই মামলার শুনানি চলছে ৷