পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল - Union Government

সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, যে কোনও বিশেষ সফটওয়্যার সরকার ব্যবহার করেছে নাকি করেনি, সেটা জনসমক্ষে আলোচনা করার বিষয় নয় ৷ এই বিষয়টি হলফনামায় উল্লেখ করা জাতীয় স্বার্থের পক্ষে যাবে না ৷

modi-government-does-not-want-to-submit-detailed-affidavit-in-pegasus-snooping-case
Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

By

Published : Sep 13, 2021, 3:17 PM IST

নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর:ফোনে আড়িপাতার অভিযোগ সংক্রান্ত পেগাসাস (Pegasus snooping) ইস্যুতে স্বাধীন তদন্ত চেয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ সেই মামলায় বিস্তারিত হলফনামা জমা দিতে চায় না কেন্দ্রীয় সরকার ৷ শীর্ষ আদালতকে তাদের তরফে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে (Chief Justice N V Ramana) নিয়ে গঠিত বেঞ্চকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এখানে লুকানোর কিছু নেই ৷ তাই সরকার জানিয়েছে, বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করে এই ঘটনার তদন্ত করা হবে ৷

আরও পড়ুন :Bhupendra Patel : গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল

যে বেঞ্চে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে মামলা চলছে, সেখানে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি সূর্য কান্ত ও হিমা কোহলি ৷ তাঁদের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কোনও বিশেষ সফটওয়্যার সরকার ব্যবহার করেছে নাকি করেনি, সেটা জনসমক্ষে আলোচনা করার বিষয় নয় ৷ এই বিষয়টি হলফনামায় উল্লেখ করা জাতীয় স্বার্থের পক্ষে যাবে না ৷ তবে বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি যে তদন্ত করছে, তার রিপোর্ট শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া হবে ৷

এর প্রেক্ষিতে শীর্ষ আদালতের তরফে কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে যে জাতীয় নিরাপত্তার পরিপন্থী এমন কিছু জানাতে বলা হয়নি ৷ তবে এই মামলার শুনানি চলছে ৷

আরও পড়ুন :Grenades recover: শ্রীনগরে সিআরপিএফ বাঙ্কারের কাছে উদ্ধার 6টি গ্রেনেড

এর আগে তুষার মেহতা আদালতকে জানিয়েছিলেন, সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দেখা করতে না পারার জন্য দ্বিতীয় হলফনামা জমা দেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি ৷ গত 7 সেপ্টেম্বর তাই কেন্দ্রকে আরও কিছুটা সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷

তার আগে কেন্দ্রীয় সরকারের তরফে একটি হলফনামা জমা দেওয়া হয় ৷ কিন্তু তাতে মামলাকারীদের অভিযোগকে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে অনুমানমূলক বলে দাবি করা হয় ৷ পাশাপাশি জানানো হয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদেও বিষয়টি নিয়ে সরকারের বক্তব্য জানিয়েছেন ৷ কিন্তু তার পরও সরকার এই নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে ৷

আরও পড়ুন :NATGRID : খুব শীঘ্রই সন্ত্রাসবাদ দমনে নয়া প্রযুক্তি ন্য়াটগ্রিডের সূচনা করবেন মোদি

ABOUT THE AUTHOR

...view details