নয়াদিল্লি, 16 জুন : মহামারির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ ৷ এই পরিস্থিতি মোকাবিলার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে ৷ একইসঙ্গে করোনা যে ক্ষত তৈরি করেছে, তাও মেরামত করতে হবে ৷ বুধবার একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ এদিন একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা দেন মোদি ৷ সেখানেই তিনি বলেন, ‘‘গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখীন হয়েছি ৷ এখনও সেসব শেষ হয়নি ৷ বাধা-বিপত্তি এখনও কাটেনি ৷’’
এই পরিস্থিতিতে দেশবাসীকে একইসঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে ও ক্ষত মেরামত করতে হবে ৷ অন্তত এমনই মনে করেন প্রধানমন্ত্রী ৷ এই প্রসঙ্গে মূলত দু’টি বিষয়ের উল্লেখ করেছেন তিনি ৷ তুলে ধরেছেন দেশের স্বাস্থ্য পরিকাঠামো ও অর্থনীতির কথা ৷ মোদির মতে, করোনা পরবর্তী সময় ভারতের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে হবে ৷ একইসঙ্গে, চাঙ্গা করতে হবে অর্থনীতিকে ৷ একমাত্র তবেই করোনার ক্ষত সামলে এগিয়ে চলা সম্ভব হবে ৷