পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির - Modi attacks mamata on farmers issue

এদিন কৃষকদের সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়াল কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেই কনফারেন্সে ভাষণ দিতে গিয়েই তিনি সরাসরি আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে। মোদির অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কৃষক বিরোধী। রাজনৈতিক কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না। পাশাপাশি বাংলার কৃষকদের প্রতি বঞ্চনা নিয়ে কেন কোনও আন্দোলন হল না, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।

modi attacks mamata government on pm kishan scheme
মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির

By

Published : Dec 25, 2020, 1:43 PM IST

Updated : Dec 25, 2020, 4:13 PM IST

দিল্লি, 25 ডিসেম্বর : প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির টাকা বাংলার কৃষকদের পেতে দেওয়া হচ্ছে না। শুক্রবার সরাসরি এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কৃষকদের সঙ্গে কথা বলার জন্য ভার্চুয়াল কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেই কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে তিনি সরাসরি আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রীকে।

মোদির অভিযোগ, বাংলার কৃষকদের দুর্দশার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কৃষক বিরোধী। রাজনৈতিক কারণে বাংলার কৃষকরা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছেন না। পাশাপাশি বাংলার কৃষকদের প্রতি বঞ্চনা নিয়ে কেন কোনও আন্দোলন হল না, সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, বাংলার কৃষকদের টাকা পাইয়ে দিতে সমস্যা হচ্ছে। অথচ পঞ্জাবে যাওয়ার সময় রয়েছে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্প লাগু হয়নি। বিজেপির দাবি, এই রাজ্য থেকে কৃষকদের তালিকা না যাওয়ায় বাংলার চাষিরা এই প্রকল্পের সুবিধা নিতে পারছেন না।

আরও পড়ুন:বড়দিনে দেশের কৃষকদের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

মোদি সরকারের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সিঙ্ঘু সীমানায় কৃষকদের আন্দোলন চলছে। সরাসরি না বললেও ওই বিক্ষোভের প্রসঙ্গ এদিন এসেছে মোদির ভাষণে। তাঁর মতে, পঞ্জাবের কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকদের ভয় দেখানো হচ্ছে। মিথ্যা কথা বলা হচ্ছে। কৃষকরা বিরোধীদের কথায় ভুল বুঝছে বলেও মোদির অভিযোগ।

Last Updated : Dec 25, 2020, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details