পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Model Gangraped: চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ, আটক এক মহিলা-সহ 4 - Kochi

চলন্ত গাড়ির ভেতরে মডেলকে গণধর্ষণ (Model gangraped inside moving car) । পরে কক্কানাদে তাঁর বাড়ির সামনে ওই মডেলকে অচৈতন্য অবস্থায় ফেলে দেয় অভিযুক্তরা । কোচির এর্নাকুলামের ঘটনায় শিউড়ে উঠছে দেশ ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 18, 2022, 9:28 PM IST

কোচি, 18 নভেম্বর: চলন্ত গাড়ির মধ্যেই এক তরুণী মডেলকে গণধর্ষণ(Model gangraped inside moving car)। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় এক মহিলা ও তিন যুবককে আটক করেছে পুলিশ । প্রাথমিকভাবে জানা গিয়েছে, মদের নেশায় ওই মডেলকে গণধর্ষণ করে তিন যুবক । ঘটনাটি ঘটেছে কোচির এর্নাকুলামে (Model gangraped in Kochi)।

জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে 8টার দিকে বন্ধুর সঙ্গে কোচির একটি বারে আসেন তরুণী । রাত 10টায় তিনি বার থেকে বেরিয়ে যান । তারপরেই 3 যুবক তাঁকে বাড়িতে নিয়ে যাবে বলে গাড়িতে তুলে নেয় । তাঁর মহিলা বন্ধু ওই গাড়িতে ওঠেননি বলেই জানা গিয়েছে । এরপর ওই যুবকরা গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে । তখনই গাড়ির ভেতরে মডেলকে ধর্ষণ করা হয় । পরে কক্কানাদে তাঁর বাড়ির সামনে ওই মডেলকে অচৈতন্য অবস্থায় ফেলে দেয় অভিযুক্তরা । শুক্রবার বন্ধুকে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে ।

আরও পড়ুন: প্রেমিকের ব্ল্যাকমেলের বিচার চাইতে যাওয়া নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল নেতা

এদিন সকালে অভিযোগ পাওয়ার পর ওই তরুণী যে বারে গিয়েছিলেন, সেখানে তদন্ত চালায় পুলিশ । এরপর মডেলের ওই মহিলা বন্ধুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় । তাঁকে জিজ্ঞাসাবাদ করে দেখা যায়, 3 যুবকই কোডুঙ্গালুরের বাসিন্দা । গণধর্ষিতা মডেল এই মুহূর্তে কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।

ABOUT THE AUTHOR

...view details