পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mock Drill on Covid Preparedness: করোনা প্রতিরোধে প্রস্তুতি কেমন ? আজ একাধিক হাসপাতালে মক ড্রিল - টেলিমেডিসিন

দেশের বিভিন্ন হাসপাতালে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি কেমন, তা জানতে কেন্দ্রের তরফে মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে (Mock Drill Across India Today to Check Covid Preparedness) ৷

Mock Drill Across India Today to Check Covid Preparedness ETV BHARAT
কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রের মক ড্রিল

By

Published : Dec 27, 2022, 10:09 AM IST

Updated : Dec 27, 2022, 10:28 AM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: করোনা প্রতিরোধে কতটা প্রস্তুত ভারতের হাসপাতালগুলি ? এবার তা যাচাই করতে আজ দেশের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল করা হবে (Mock Drill Across India Today to Check Covid Preparedness) ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে ৷ দিল্লির সফদরজংগ হাসপাতালে মক ড্রিলের সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Dr Mansukh Mandaviya) ৷ প্রসঙ্গত, বিশ্বের কয়েকটি দেশে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ তাই আগাম সতর্কতা হিসেবে, কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্য সরকারকে কিছু পরামর্শ দিয়েছে ৷

তবে, শুধু বিদেশে নয় ৷ সাম্প্রতিককালে ভারতে আসা বেশ একাধিক বিদেশি নাগরিকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ যার মধ্যে সোমবারই বুদ্ধ গয়ায় 11 জন বিদেশির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ কলকাতায় আসা এক বিদেশী পর্যটকও আক্রান্ত হয়েছেন করোনায় । এমনই আবহে আজ দেশের বিভিন্ন হাসপাতালে প্রস্তুতি হিসেবে কেন্দ্রের তরফে এই মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছে ৷ এই মক ড্রিলে হাসপাতালের শয্যার সংখ্যা, ম্যান পাওয়ার, অত্যাবশ্যক সামগ্রী, করোনার পরীক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবায় ব্যবহৃত সামগ্রী, যেমন ওষুধ, মাস্কের মতো বস্তু এবং টেলিমেডিসিন (Telemedicine) ব্যবস্থা-সহ বেশ কয়েকটি বিষয়ে খতিয়ে দেখা হবে ৷ বিশেষ করে মেডিক্যাল অক্সিজেন (Medical Oxygen) কতটা মজুত আছে, তা যাচাই করা হবে ৷ কলকাতারও কয়েকটি সরকারি হাসপাতালেও হবে এই মক ড্রিল।

হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর পরিষেবা সংক্রান্ত রিয়েল টাইম ডাটা সংগ্রহ করবে স্বাস্থ্য মন্ত্রক ৷ দিল্লি সরকারের পোর্টালে সেই সব তথ্য সাধারণ মানুষের জন্য তুলে দেওয়া হবে ৷ যাতে সেখান থেকে তথ্য সংগ্রহ করে করোনা আক্রান্ত রোগীকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো যায় ৷ স্বাস্থ্য় মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মক ড্রিলের আরেকটি উদ্দেশ হল, করোনা বিরুদ্ধে লড়াইয়ে হাসপাতালগুলিতে পরিষেবা প্রদানের জন্য প্রশিক্ষিত হিউম্যান রিসোর্স কতটা রয়েছে, তার একটা ধারণা পাওয়া ৷

আরও পড়ুন:গয়ায় করোনা আক্রান্ত বিদেশির সংখ্যা বেড়ে 11

জরুরি ক্ষেত্রে ভেন্টিলেটরে থাকা রোগীর চিকিৎসায় স্বাস্থ্য কর্মীরা পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়েছেন কিনা তাও যাচাই করা হবে ৷ মেডিক্যাল অক্সিজেন প্লান্টগুলিতে থাকা কর্মীরা জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কতটা প্রস্তুত, সেই বিষয়গুলিও খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ আর এর জন্য প্রতিটি রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ বিশেষ করে অক্সিজেনের জোগানের ক্ষেত্রে যাতে, কোনও গাফলতি না থাকে, সেদিকে নজর দিতে বলা হয়েছে প্রতিটি রাজ্য সরকারকে ৷

Last Updated : Dec 27, 2022, 10:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details