ইম্ফল, 23 সেপ্টেম্বর: হিংসাত্মক পরিস্থিতির জেরে মণিপুরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল ৷ তা শনিবার থেকে আবার চালু হতে চলেছে ৷ এ দিন এই কথা জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ গত 3 মে থেকে এই পরিষেবা বন্ধ করা ছিল ৷ একই সঙ্গে ভারত-মায়ানমার সীমান্তের উভয় দিকে অবাধ চলাচল বাতিল করার আহ্বান জানিয়েছেন ৷ উল্লেখ্য, ভারত-মায়ানমার সীমান্তের উভয় দিকের কাছাকাছি বসবাসকারী লোকজনকে কোনও নথি ছাড়াই একে অপরের ভূখণ্ডে 16 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় । বীরেন সিং সেটাই বাতিল করার কথা বলেছেন ৷
এ দিন ইম্ফলে এক সাংবাদিক বৈঠক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ভুয়ো খবর, অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে পড়া আটকাতে সরকার গত 3 মে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছিল । তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে আজ থেকে সারা রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হবে ।"
তিনি জানান, সরকার অনুপ্রবেশকারীদের রুখতে অভিযান চালিয়ে যাবে ৷ তিনি ভারত-মায়ানমার সীমান্তে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেছেন ৷ তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক মণিপুরে আন্তর্জাতিক সীমান্তের 60 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার পদক্ষেপ করছে ৷
মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তিনি সেখানে থাকা আগের সরকারগুলির উপরই কার্যত দায় চাপিয়ে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সরকারগুলির অপরিকল্পিত নীতির ফল ৷ পাশাপাশি এর পিছনে যে তাঁর সরকারের কোনও দায় নেই, সেটা বোঝাতে তিনি দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক কোনও সিদ্ধান্তের তাৎক্ষণিক ফলাফল নয় ।
এন বীরেন সিং বলেন, "আমাদের সরকার অবাধ চলাচলের ব্যবস্থা বাতিল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ করেছে । এছাড়াও, নিরাপত্তা বাহিনী সঠিকভাবে সীমান্ত পাহারা দেয় না । জিরো পয়েন্টে মোতায়েন থাকার পরিবর্তে, তারা ভারতীয় ভূখণ্ডের ভিতরে 14-15 কিলোমিটার সীমান্ত পাহারা দিতে দেখা গিয়েছে ।"