ইম্ফল, 6 নভেম্বর:মণিপুরে ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা 8 নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে প্রশাসন। এমনটাই জানা গিয়েছে ৷ 3 মে থেকে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মোবাইল ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছিল ৷ সেপ্টেম্বরে কিছুদিনের জন্য তা ফের চালু করা হলে আবার বন্ধ করে দেওয়া হয় ৷ গত বুধবার মণিপুর রাইফেলসের একটি শিবিরে হামলা করে জনতা। অস্ত্র লুটের ঘটনাও ঘটে। তারপর এমনই সিদ্ধান্ত নেয় সরকার ৷
গত মে মাস থেকে কুকি ও মেইতেই জনজাতির অশান্তিতে উত্তপ্ত মণিপুর। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে প্রায় দু'শো জনের। বারবার চেষ্টা করেও শান্তি ফেরানো যায়নি সেখানে। এরই মাঝে মণিপুরে কুকি জঙ্গি হামলা হয় মঙ্গলবারে। গুলি করে হত্যা করা হয় এক পুলিশ আধিকারিককে। ঘটনাটি ঘটেছে মোরেহ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোরেহ'র 7 নম্বর ওয়ার্ডে স্কুল গ্রাউন্ডে ওই পুলিশ আধিকারিককে লক্ষ্য করে গুলি করা হয়। এদিন যে পুলিশ আধিকারিককে হত্যা করা হয় তিনিও মেইতেই সম্প্রদায়ের। গত কয়েকদিনে, পুলিশ মায়ানমারের সীমান্ত এলাকা থেকে বেশ কিছু অবৈধ অভিবাসীকে আটক করেছে।