মুম্বই (মহারাষ্ট্র), 11 জানুয়ারি: একই দিনে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে (MNS Chief Raj Thackeray) ৷ মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) দাদরে রাজ ঠাকরের বাড়ি শিবতীর্থতে তাঁর সঙ্গে দেখা করেন শিল্পপতি গৌতম আদানি (Industrialist Gautam Adani) ৷ তার পরই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের (Maharashtra Deputy CM Devendra Fadnavis) সরকারি বাসভবন সাগর বাংলোতে যান রাজ ঠাকরে ৷ দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয় ৷
একই দিনে রাজ ঠাকরের সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎ ঘিরে হইচই পড়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ৷ বিশেষ করে আদানির সঙ্গে তাঁর বৈঠক নিয়েই চর্চা বেশি হচ্ছে ৷ আদানি হঠাৎ করে কেন তাঁর সঙ্গে দেখা করলেন, তা নিয়ে আলোচনা চলছে ৷ প্রশ্ন উঠছে যে তাহলে কি এই বৈঠকের প্রভাব মহারাষ্ট্রের রাজনীতিতে পড়বে ?
তবে শিল্পপতি গৌতম আদানি গত কয়েকদিনে মহারাষ্ট্রের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde), শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Shiv Sena chief Uddhav Thackeray) এবং বিজেপি (BJP) নেতা আশিস শেলার ৷ প্রত্যেকের বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন ৷ তার পরই তিনি মঙ্গলবার রাজ ঠাকরের বাড়িতে যান ৷