আইজল (মিজোরাম), 29 অক্টোবর:2008 সালের আরুষি তলওয়ার হত্যাকাণ্ডের (Aarushi Talwar Murder Case) ছায়া মিজোরামে ৷ আড়াই বছরের শিশুকন্য়ার মৃত্যুর ঘটনায় তারই বাবা-মায়ের পলিগ্রাফ পরীক্ষা (Polygraph Test) করানোর সিদ্ধান্ত নিয়েছে মিজোরাম পুলিশ (Mizoram Police) ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে তারা ৷ উল্লেখ্য, আরুষি খুনের পর তাঁর বাবা-মাকেও পুলিশের তদন্তের মুখে পড়তে হয়েছিল ৷ দিতে হয়েছিল পলিগ্রাফ পরীক্ষা, করতে হয়েছিল হাজতবাস ৷
সূত্রের খবর, গত মাসের 16 তারিখ মৃত্যু হয় বাচ্চাটির ৷ আইজলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাকে বাঁচানো যায়নি ৷ লরিঙ্গট্র্যাকিয়োব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ৷ তবে, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির উপর যৌন অত্যাচার (Sexual Abuse) চালানো হয়েছিল ৷ আর সেখানেই খটকা লাগছে পুলিশের ৷ শুরু হয়েছে তদন্ত ৷
আরও পড়ুন:'যৌন নিগ্রহের শিকার' নাবালিকাকে ভবিষ্যতে বিয়ের শর্তে অভিযুক্তকে জামিন
এই ঘটনার জেরে চলতি মাসের শুরুতেই শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করা হয় ৷ তাঁরাই এই ঘটনার মূল দুই অভিযুক্ত ! বাচ্চাটির বাবাকে গত 1 অক্টোবর এবং মাকে গত 3 অক্টোবর গ্রেফতার করে মিজোরাম পুলিশ ৷ রাজ্য পুলিশের আইজি (সদর) জন নেইহলাইয়া এই প্রসঙ্গে জানিয়েছেন, "এই ঘটনার তদন্তের স্বার্থে আমরা শিশুটির বাবা-মায়ের পলিগ্রাফ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ ওঁরা দু'জন তাতে রাজিও হয়েছেন ৷ কিন্তু, আমাদের কাছে এই পরীক্ষা করানোর পরিকাঠামো নেই ৷ তাই ওঁদের দু'জনকে চণ্ডীগড় নিয়ে যাওয়া হবে ৷" যদিও শিশুটির উপর কে বা কারা যৌন অত্যাচার করেছিল, সেই বিষয়ে এখনও তেমন কোনও তথ্য পুলিশের হাতে আসেনি ৷
প্রসঙ্গত, এই ঘটনায় মৃত শিশুর পরিবারের তরফে বা অন্য কেউ কোনও অভিযোগ করেননি ৷ সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের পক্ষ থেকেই প্রথম পুলিশকে খবর দেওয়া হয়েছিল ৷ তারা জানিয়েছিল, শিশুটি যৌন নিগ্রহের শিকার ছিল ৷ সেই কারণেই পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷