আইজল, 4 ডিসেম্বর: এবার নজরে উত্তর-পূর্বের রাজ্য মিজোরাম। সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে ভোট গণনা ৷ 2024-এর লোকসভা নির্বাচনের আগে চলতি বছর 5 রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ গতকাল 5 রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে গেরুয়া ঝড়ে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস ৷ তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস ৷ আজ মিজোরামে ক্ষমতা ধরে রাখতে পারবে কি মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF (এমএনএফ)? যে দল বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সদস্য । সুতরাং, এমএনএফের উপর ভরসা রেখেই বিজেপির মিজোরামে জায়গা দখলের লড়াই। যদিও সূত্রের খবর, বেশ কয়েকটি কারণে বিজেপির সঙ্গে সুসম্পর্ক নেই এমএনএফের । এর প্রভাব ভোটে কতটা পড়বে সেই নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ।
অন্যদিকে মিজোরামের প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট বা ZPM-র(জেডপিএম) সম্ভাবনাময় । মনে করা হচ্ছে এই বিধানসভা ভোটে তিন রাজ্যে গেরুয়া ঝড় বয়ে গেলেও, মোদি-শাহের পথে মিজোরাম কাঁটা থেকে যাবে। এর বড় কারণ মণিপুর হিংসা । যেখানে বিজেপির বিরোধিতায় খোদ শাসক দল ও জোট সঙ্গী এমএনএফ । সেখানে জোরাম পিপলস মুভমেন্ট নিয়ে বাড়ছে আশা । করণ, এই দলটি গঠন করেছেন প্রাক্তন আইপিএস লালডুহোমা, যিনি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্বে। সূত্রে খবর, লালডুহোমা মিজোরামে বেশ জনপ্রিয় নেতা।