পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Covid-19 Vaccine : মিলিয়ে মিশিয়ে টিকা নেওয়ার ট্রেন্ড বিপজ্জনক, সতর্ক করল হু

সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan) সচেতন করেন যে ভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কোভিড-19 ভ্যাকসিন (COVID-19 vaccine) মিলিয়ে মিশিয়ে ব্য়বহার করাটা বিপজ্জনক ৷ শরীরের উপর এর প্রভাব কী হবে, তা জানা নেই ৷

সচেতনতার বার্তা হু-র সৌম্যা স্বামীনাথনের
সচেতনতার বার্তা হু-র সৌম্যা স্বামীনাথনের

By

Published : Jul 13, 2021, 8:45 AM IST

জেনেভা, 13 জুলাই : বিভিন্ন প্রস্তুতকারী সংস্থার কোভিড-19 ভ্যাকসিন (COVID-19 vaccine) মিশিয়ে, মিলিয়ে ব্যবহারের একটা "বিপজ্জনক প্রবণতা" (dangerous trend) তৈরি হয়েছে । এর ফল সাংঘাতিক হতে পারে বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation, WHO)-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Soumya Swaminathan) ৷ সোমবার তিনি সাংবাদিকের জানান যে দু'টো ভিন্ন প্রস্তুতকারী সংস্থার ভ্যাকসিন মিলিয়ে মিশিয়ে ব্যবহারের ফলে শরীরে কী প্রতিক্রিয়া হতে পারে, সে বিষয়ে যথেষ্ট তথ্য নেই ৷

আরও পড়ুন : Delta Variant : ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হতে পারে স্পুটনিক ভি

তিনি এদিন বলেন, "সত্যি, সবাইকে সতর্ক করতে চাই, এই মেলানো মেশানোর ফল কী হতে পারে, তা নিয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই, কোনও প্রমাণ নেই ৷" তাই যে কোনও দেশের নাগরিকরা যদি নিজেরা সিদ্ধান্ত নেন যে, কখন তাঁরা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অথবা তৃতীয় ডোজ কিংবা চতুর্থ ডোজ নেবেন, তাহলে তুলকালাম কাণ্ড ঘটতে পারে বলে সচেতন করেন তিনি ৷ এ বিষয়ে গবেষণা চলছে, তাই অপেক্ষা করার উপদেশ দিয়েছেন হু-র প্রধান বিজ্ঞানী ৷

বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চারটি দেশের কথা শুনেছি, যারা বুস্টার ডোজ প্রোগ্রামের কথা ঘোষণা করেছে ৷ আরও অনেকে এ নিয়ে চিন্তাভাবনা করছে ৷" এ প্রসঙ্গে তিনি জানান যে, যদি 11টি উচ্চ এবং উচ্চ-মধ্য আয়ের দেশ সিদ্ধান্ত নেয় যে, তারা বড় দেশগুলির মধ্যে অন্য়তম, তাহলে তারা তাদের নাগরিকদের বুস্টার ডোজ দেবে ৷ এর জন্য় অতিরিক্ত 800 মিলিয়ন (80 কোটি) ভ্যাকসিনের ডোজ লাগবে বলে জানিয়েছেন তিনি ৷ তবে এখনও এমন অনেক দেশ আছে যেখানে ফ্রন্টলাইন কর্মী, স্বাস্থ্যকর্মী, প্রবীণ ব্যক্তি, সংক্রমণের সম্ভাবনা বেশি এমন মানুষের ভ্যাকসিন নেওয়া বাকি রয়েছে, সেই দেশগুলির ভ্যাকসিন বেশি প্রয়োজন বলে জোর দেন স্বামীনাথন ৷

ABOUT THE AUTHOR

...view details