পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cricketer Body Found: ওড়িশার জঙ্গল থেকে মিলল নিখোঁজ মহিলা ক্রিকেটারে দেহ - found dead in Odisha forest

গত 11 জানুয়ারি থেকে খোঁজ মিলছিল না ওই মহিলা ক্রিকেটারের । শেষমেশ আটঘরা এলাকার গুরুদিঝাটিয়ার জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয় (Missing Cricketer Body Found from Forest )। পরিবারের দাবি তাঁকে খুন করা হয়েছে ।

Cricketer Body Found
রাজশ্রী সোয়াইন

By

Published : Jan 14, 2023, 9:13 AM IST

Updated : Jan 14, 2023, 10:27 AM IST

কটক,14 জানুয়ারি:নিখোঁজ মহিলা ক্রিকেটারের দেহ মিলল জঙ্গল থেকে । গত 11 জানুয়ারি থেকে বছর ছাব্বিশের ক্রিকেটার রাজশ্রী সোয়াইন নিখোঁজ ছিলেন । এরপর শুক্রবার আটঘরা এলাকার গুরুদিঝাটিয়ার জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। একটু দূরেই ছিল তাঁর স্কুটারও । ঠিক কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে (Missing Cricketer Body Found from Forest ) । ডেপুটি পুলিশ কমিশনার পিনাক মিশ্র জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে (Deputy Commissioner of Police Pinak Mishra )। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা বিভিন্ন দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে । সম্প্রতি একটি প্রতিযোগিতার জন্য ওড়িশার মহিলা ক্রিকেট দলের নাম ঘোষণা হয় । পরিবারের দাবি, দলে তাঁর জায়গা হয়নি এই ঘটনার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন । তবে তাঁদের দাবি, রাজশ্রীকে খুন করা হয়েছে।

রাজশ্রীর বাড়ি পুরীতে। ওড়িশা ক্রিকেট অ্যাসোশিয়েসন আয়োজিত একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে কটকে এসেছিলেন তিনি । কিন্তু মূল দলে তাঁর জায়গা হয়নি । 16 জনের দলে জায়গা না-পেয়ে রাজশ্রীকে কাঁদতে দেখেন তাঁর সতীর্থরা। এরপরই তিনি হোটেলের বাইরে বেরিয়ে যান। তাঁর মোবাইলও বন্ধ হয়ে যায় । রাত পর্যন্ত কোনও খোঁজ না-মেলায় পুলিশের দ্বারস্থ হন দলের প্রশিক্ষক । স্থানীয় থানায় মিসিং ডায়েরি দায়ের করেন তিনি। এরপরই রাজশ্রীর খোঁজ শুরু হয়। কয়েকদিন সন্ধান চালিয়ে অবশেষে শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । কয়েকটি সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ । রাজশ্রীর পরিবার থেকে শুরু করে সকলের সঙ্গেই কথা বলা হচ্ছে ।

পরিবারের অবশ্য দাবি, রাজশ্রীকে খুন করা হয়েছে । চোখ থেকে শুরু করে তাঁর শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ছিল বলেও দাবি করা হয়েছে । এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা । তাঁদের দাবি, ভালো খেলার পরও দলে রাজশ্রীর জায়গা হয়নি । এই অভিযোগ প্রসঙ্গে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি দলের তরফে ।

আরও পড়ুন: রাজৌরির জোড়া সন্ত্রাসবাদী হামলার তদন্তে এনআইএ, জম্মু-কাশ্মীর সফরে জানালেন শাহ

Last Updated : Jan 14, 2023, 10:27 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details