কানপুর, 31 অক্টোবর:এক কিশোরের সঙ্গে তার শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ হওয়ায় ওই কিশোরকে খুন করার অভিযোগ উঠল শিক্ষিকার প্রেমিকের বিরুদ্ধে ৷ সোমবার সন্ধ্যায় টিউশন ক্লাসে যাওয়ার সময় নিখোঁজ হয়েছিল 17 বছর বয়সি ওই কিশোর ৷ মঙ্গলবার জানা যায় তাকে খুন করা হয়েছে ৷ উত্তরপ্রদেশের কানপুরের এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছে পুলিশ ৷ মৃতের নাম কুশাগ্র কানোড়িয়া ৷ সে কানপুরের রায়পুরোয়ার বাসিন্দা নামী বস্ত্র ব্যবসায়ী মনীশ কানোড়িয়ার ছেলে ।
পুলিশ বলেছে যে, ওই কিশোরকে হত্যা করেছেন তার শিক্ষিকার প্রেমিক ৷ এই ঘটনাকে যাতে অপহরণ বলে পুলিশ ভুল করে, সে জন্য কুশাগ্রের পরিবারকে একটি মুক্তিপণের বার্তাও পাঠানো হয় ৷ পুলিশ মৃতের শিক্ষিকা রচিতা ও তাঁর প্রেমিক প্রভাত শুক্লাকে গ্রেফতার করেছে ।
ডিসিপি সেন্ট্রাল প্রমোদ কুমার জানান, কুশাগ্র সোমবার বিকেল চারটেয় তার টিউশন ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল । সে আর বাড়ি ফেরেনি ৷ রাত 9টার দিকে তাঁর পরিবার 30 লাখ টাকা মুক্তিপণের জন্য একটি চিঠি পায় । যদিও হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি ৷ তবে মনে করা হচ্ছে, প্রভাতের সন্দেহ হয়েছিল যে তাঁর প্রেমিকা রচিতার সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর ছাত্র কুশাগ্রের ৷ এ বিষয়ে স্পষ্ট ভাবে জানার জন্য তদন্ত করা হচ্ছে ৷