পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Stones Pelted at Owaisi Delhi House: ওয়াইসির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর, ভাঙল জানলার কাচ - ওয়াইসির বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর

এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় বাড়ির জানলার বেশ কয়েকটি কাচ ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ (MP filed police complaint)

Asaduddin Owaisi
আসাদউদ্দিন ওয়াইসি

By

Published : Feb 20, 2023, 9:10 AM IST

নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি:পাথরের আঘাতে কাচ ভাঙল এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়ির । নেতার দাবি, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বাড়ির জনলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় বাড়ির কয়েকটি জানলার কাচ ভেঙে গিয়েছে । ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন হায়দ্রাবাদের সাংসদ। ঘটনার সময় সাংসদ বাড়ি ছিলেন না । রাত সাড়ে 11টা নাগাদ বাড়ি ফিরে পরিচারকের থেকে ঘটনাটি জানতে পারেন । এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police launched a probe on the matter)। নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন তিনি ।

তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সাংসদও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগ পত্রে কারও নাম উল্লেখ করেননি। অভিযোগ পেয়ে এক অতিরিক্ত ডিএসপির নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল অশোকা রোডে নেতার বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । সাংসদের সঙ্গেও কথা বলা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।

এ নিয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন ওয়াইসি । তিনি বলেন,"হামলার সময় আমি বাড়ি ছিলাম না । ফিরে দেখি জানলার কাচ ভেঙে গিয়েছে। পরিচারকের থেকে ঘটনাটি শুনে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি। এর আগে আরও তিনবার আমার বাড়িতে হামলা চলেছে ।" দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, "এই এলাকার আশপাশে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা আছে । পুলিশ চাইলে ফুটেজ সংগ্রহ করতে পারে।" পাশাপাশি অশোকা রোডের মতো এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েও প্রশ্ন করেছেন নেতা । তাঁর মতে, একাধিক কারণে এই এলাকায় সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেসব এড়িয়ে এমন কাণ্ড কীভাবে ঘটল সেটা অবশ্যই রহস্যের। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । ঠিক কেন এই ধরনের হামলা চলল তাও স্পষ্ট নয় নেতার কাছে।

আরও পড়ুন:আইফোনের লোভে ডেলিভারি বয়কে 'খুন', সিসিটিভি দেখে অভিযুক্তর নাগাল পেল পুলিশ

ABOUT THE AUTHOR

...view details