নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি:পাথরের আঘাতে কাচ ভাঙল এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাড়ির । নেতার দাবি, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর বাড়ির জনলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনায় বাড়ির কয়েকটি জানলার কাচ ভেঙে গিয়েছে । ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন হায়দ্রাবাদের সাংসদ। ঘটনার সময় সাংসদ বাড়ি ছিলেন না । রাত সাড়ে 11টা নাগাদ বাড়ি ফিরে পরিচারকের থেকে ঘটনাটি জানতে পারেন । এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police launched a probe on the matter)। নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন তিনি ।
তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সাংসদও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগ পত্রে কারও নাম উল্লেখ করেননি। অভিযোগ পেয়ে এক অতিরিক্ত ডিএসপির নেতৃত্বে দিল্লি পুলিশের একটি দল অশোকা রোডে নেতার বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । সাংসদের সঙ্গেও কথা বলা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে।