ইম্ফল, 14 জুন: আবারও অশান্ত হয়ে উঠল মণিপুর ৷ পূর্ব ইম্ফলের খামেনলোকে একটি গির্জায় এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা ৷ মঙ্গলবার রাতের ঘটনায় অন্ততপক্ষে 9 জন মারা গিয়েছেন ৷ আর প্রায় 15 জন আহত অবস্থায় হাসপাতালে ভরতি বলে জানা গিয়েছে ৷ ঘটনার সময় গির্জায় 25 জনের বেশি মানুষ জমায়েত করেছিলেন ৷ মণিপুরের আইপিআরও হেইসনাম বালাকৃষ্ণন ইটিভি ভারতকে একথা জানিয়েছেন ৷ তিনি জানান, এই গুলি চালানোর ঘটনায় কুকি সন্ত্রাসবাদীরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ৷ আহতরা সকলে ইম্ফলের রাজ মেডিসিটি হাসলপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
মণিপুরের আইপিআরও হেইসনাম বালাকৃষ্ণন জানিয়েছেন, মঙ্গলবার রাতে পূর্ব ইম্ফলের ওই গির্জায় প্রার্থনা চলছিল ৷ সেই সময় অতর্কিতে সন্ত্রাসবাদীরা আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে ৷ কিছু বুঝে ওঠার আগেই সেখানে উপস্থিত লোকজনের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা ৷ উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের তরফে মণিপুরে শান্তিশৃঙ্খলা ও আইনের শাসন পুনর্বহাল করতে একটি ‘শান্তি কমিটি’ গঠন করা হয়েছিল ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মণিপুরের রাজ্যপাল অনুসূইয়া উইকের নেতৃত্বে সেই কমিটি কাজও শুরু করেছিল ৷
আরও পড়ুন:মণিপুরে আইনশৃঙ্খলা ফেরাতে শান্তি কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক