পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Tomatoes Hijacked: মহার্ঘ্য ফসল ! দিনেদুপুরে হাইজ্যাক টমেটো বোঝাই গাড়ি

দিন দিন টমেটো যা মূল্য বৃদ্ধি হয়েছে তা হার মানায় সোনা-রূপোর দামকেও । আর তাইতো এবার দিনেদুপুরে টমেটো বোঝাই গাড়ি হাইজ্যাকের খবর চমকে দিয়েছে সকলকে । বেঙ্গালুরুর এই ঘটনায় অবাক পুলিশও ।

Etv Bharat
দিনে-দুপুরে হাইজ্যাক টমেটো বোঝাই গাড়ি

By

Published : Jul 10, 2023, 10:47 PM IST

বেঙ্গালুরু, 10 জুলাই: বর্তমানে কেউ যদি প্রশ্ন করে সবচেয়ে মহার্ঘ্য জিনিস কোনটা, তাহলে এককথায় উত্তর হবে টমেটো । অতি মূল্যবান এই টমেটোর গাড়ি এবার হাইজ্যাক করল কয়েকজন দুষ্কৃতী । বেঙ্গালুরুর এই ঘটনা ঘটেছে সোমবার । ঘটনায় অভিযুক্তদের খুঁজতে সাহায্য নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরার ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে চিত্রদুর্গার হিরিউর থেকে একজন কৃষক তাঁর চাষের জমিতে উৎপাদিত 250 কেজির বেশি টমেটো একটি মার্কেটিং ইয়ার্ডে বিক্রি করার জন্য যাচ্ছিলেন। গাড়িটি আরএমসি ইয়ার্ড থানা এলাকায় আসার সময় একটি গাড়িতে থাকা তিনজন দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকান ।

দুষ্কৃতীরা এরপর ভ্যান চালককে দোষারোপ করতে থাকেন, এই বলে যে, বোলেরোর চালক তাদের গাড়িতে ধাক্কা মেরেছে । এরজন্য তাঁরা ক্ষতিপূরণও দাবি করেন । এ নিয়ে তাঁদের মধ্যে তুমুল কথা কাটাকাটি শুরু হয়ে হয়। এরপর বোলেরো গাড়ির চালককে হেনস্থা করে বলেও অভিযোগ । তিন দুষ্কৃতী বারবার ইউপিআই বা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করার জন্য জোর দিচ্ছিলেন তাঁদের। পরে, গাড়িতে টমেটো দুষ্কৃতীরা আর্থিক ক্ষতিপূরণ চাওয়ার পরিকল্পনা বাদ দেন।

এরপরেই কৃষক এবং চালককে পিছনে ফেলে ওই 3 দুষ্কৃতী, টমেটো বোঝাই বোলেরো গাড়িটি হাইজ্যাক করে নিয়ে পালায় । এ ঘটনায় আরএমসি ইয়ার্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিন আসামির খোঁজে অভিযান শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, আরও একটি পৃথক চুরির ঘটনা সামনে এসেছে । সম্প্রতি কর্ণাটকের হাসান জেলায় একটি খামার থেকে আড়াই লাখ টাকার টমেটো চুরির অভিযোগ সামনে এসেছে । বেলুড় তালুকের অন্তর্গত গনি সোমনাহল্লি এলাকায় খেত থেকে টমেটো চুরি করার খবর এসেছে সামনে । কৃষক জানিয়েছেন, দু'একর জমিতে চাষ করা সবজি রাতে চোরেরা চুরি করে নিয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, 50 থেকে 60 ব্যাগ টমেটো চুরির পাশাপাশি ক্ষেতের সমস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 379 ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: মূল্যবৃদ্ধির বাজারে চলন্ত ট্রাক থেকে ছুড়ে টমেটো বিলি! ভাইরাল ফুটেজ

প্রসঙ্গত, দেশজুড়ে টমেটোর আকাশছোঁয়া দাম গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবজি বিক্রেতারা ক্যামেরা বসিয়ে বা বাউন্সার নিয়োগ করে তাঁদের উৎপাদিত পণ্যের নিরাপত্তার জন্য উঠে এসেছেন খবরের শিরোনামে।

ABOUT THE AUTHOR

...view details