দিল্লিতে কাপড়ের দোকানে দুষ্কৃতীদের হামলার অভিযোগ নয়াদিল্লি, 30 মে:এক কাপড় ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির লক্ষ্মী নগর এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, 6 জন দুষ্কৃতী ওই কাপড়ব্যবসায়ীকে গুলি করে ৷ তাঁর দোকানে ভাঙচুরও চালানো হয় ৷ এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে ৷
তখন রবিবার রাত প্রায় সাড়ে 10টা ৷ লক্ষ্মী নগর এলাকার রমেশ পার্কে কাপড় ব্যবসায়ী শারিক আনওয়ার শর্মা তাঁর দোকানটি বন্ধ করছিলেন ৷ হঠাৎ কয়েকজন বন্দুক আর তলোয়ার হাতে দোকানের মধ্যে ঢুকে পড়ে ৷ দুষ্কৃতীরা দোকানে ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ সেই সময় শারিকের বাবা গুড্ডু আনওয়ার আরেকটি দোকান বন্ধ করছিলেন ৷
তিনি হইচই শুনে ঘটনাস্থলে আসেন ৷ তাঁর সঙ্গে হাতাহাতি শুরু হয় ৷ দুষ্কৃতীরা শারিকের বাবাকে মারধর করে অভিযোগ ৷ এরপর দুষ্কৃতীরা তাঁর পায়ে গুলি করে বলে জানা গিয়েছে ৷ এই সময় শারিক বাবাকে রক্ষা করতে এগিয়ে আসে ৷ তখন ওই দুষ্কৃতীরা তাঁর উপরে চড়াও হয় ৷ তাঁকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানিয়েছে পুলিশ ৷ গুড্ডুর আরেক ভাই এলেও তাঁকেও আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ তাঁর উপরও ছুরি দিয়ে হামলা চালানো হয় ৷ দু'জন এখন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷
আরও পড়ুন: লটারির দোকানে দুষ্কৃতী হামলা, তদন্ত শুরু পুলিশের
তদন্তে পুলিশ জানতে পেরেছে, সব মিলিয়ে 6 জন হামলাকারী ছিল ৷ তারা সুযোগ বুঝে পালাবার চেষ্টা করে ৷ তার আগে কয়েক রাউন্ড গুলিও চালায় ৷ পুলিশ মামলা দায়ের করেছে ৷ পাশাপাশি ওই দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে ৷ হামলার নেপথ্যের কারা কারা আছে তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ তবে ঠিক কী কারণে এই হামলা চালাল দুষ্কৃতীরা তা এখনও পরিষ্কার নয় ৷ দোকানে লুঠপাট চালানোই উদ্দেশ্য ছিল নাকি পুরনো কোনও শত্রুতা রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ ৷