বারাণসী, 26 সেপ্টেম্বর : যৌন হেনস্তার (Sexual Assault) শিকার এক ফরাসি পর্যটক (French Female Tourist) ৷ উত্তরপ্রদেশের বারাণসীতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত এক টুরিস্ট গাইড ৷ ওই নির্যাতিতা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভেলুপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷
অভিযোগে ওই বিদেশিনী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত যুবক নিজেকে টুরিস্ট গাইড হিসেবে দাবি করেছিলেন ৷ তার পর তিনি ওই যুবকের সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন ৷ বারাণসীর কেদারঘাটের একটি অতিথিশালায় তিনি ছিলেন ৷ প্রথম দু’দিন সব ঠিক ছিল ৷ রবিবার ছেলেটি তাঁর সঙ্গে প্রাতঃরাশ সারেন ৷ তার পর তাঁকে বিয়ার পান করার জন্য বলেন ৷
ফরাসি ওই পর্যটক পুলিশের কাছে অভিযোগ করেছেন, প্রথম দু’দিনে ছেলেটি তাঁর বিশ্বাস অর্জন করেছিলেন ৷ তাই তিনি আপত্তি করেননি ৷ কিন্তু সেদিন বিয়ারের সঙ্গে দেশি মদ মিশিয়ে দিয়েছিলেন ৷ এর ফলে তাঁর আর কোনও জ্ঞান ছিল না ৷ যখন জ্ঞান ফেরে, তখন তিনি দেখেন যে তিনি বিছানায় বিনা পোশাকেই পড়ে রয়েছেন ৷ এর পর তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন ৷ তার পর ভেলুপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৷