কাসারাগোদ (কেরল), 10 অক্টোবর: কেরলের কাসারাগোদের অনন্তপুরম অনন্তপদ্মনভ মন্দিরে (Ananthapuram Ananthapadmanabha Swamy Temple) স্বাধীনতার সময় থেকে একটি কুমিরের বাস ছিল ৷ মন্দিরের সরোবরের জলে ঘুরে বেড়াত সে ৷ ‘বাবিয়া’ নামের 75 বছরের সেই কুমিরটি আজ মারা গিয়েছে (Miracle Crocodile Babiya Dead) ৷ জানা গিয়েছে কুমিরটি গত 2 দিন ধরে নিখোঁজ ছিল ৷ প্রসঙ্গত, এই ‘বাবিয়া’ নামের কুমিরটিকে নিয়ে একাধিক ধর্মীয় কথা প্রচলিত আছে ৷ আর যে সকল পূর্ণার্থীরা অনন্তপদ্মনভ মন্দির দর্শনে আসেন, তাঁদের কাছে ‘বাবিয়া’ একটি রহস্য বলেও জানা যায় ৷
প্রসঙ্গত, গত দু’দিন ধরে ‘বাবিয়া’কে মন্দিরের সরোবরে দেখা যায়নি ৷ কিন্তু, রবিবার তার দেহ জলে ভাসতে দেখা যায় ৷ কথিত আছে কুমিরটি মন্দিরের সরোবরে থাকলেও, সেখান থেকে সে কোনও মাছ ধরে খায় না ৷ সম্পূর্ণ নিরামিষ খাবারই থাকত তার জন্য ৷ তার খাবার ছিল মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের দেওয়া ভাত ৷ বলা হয়, ভক্তরা সবসময় এই মন্দিরে গিয়ে বাবিয়া নামের ওই কুমিরের (Crocodile Babiya) দেখা পেতেন না ৷ আর তার দেখা পাওয়া খুবই পূণ্যের বলে মনে করা হত ৷
কুমিরটি মাঝে মধ্যে সরোবর থেকে উঠে অনন্তপদ্মনভ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করত ৷ প্রসঙ্গত, এই অনন্তপদ্মনভ মন্দিরটি একটি সরোবরের মাঝে রয়েছে ৷ মাঝে একবার কুমির ‘বাবিয়া’র মন্দির দর্শনের ভিডিয়ো ভাইরালও হয়েছিল ৷ এর আগে 2019 সালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল ৷ সেই সময় মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ৷
আরও পড়ুন:ঠাকুর জলে পড়তেই ফের ভাঙন শুরু, কালিয়াচকে মন্দির গিলে খেল গঙ্গা
অনন্তপদ্মনভ মন্দিরের ইতিহাস রয়েছে ৷ বলা হয়, নবম শতকে এই মন্দির তৈরি হয়েছিল ৷ বিশাল বড় একটি সরোবরের মাঝখানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে ৷ আর কেরলে প্রবল বৃষ্টিপাতের মধ্যেও এই সরোবরের জলস্তর একেবারেই বাড়ে না ৷ মন্দিরের ডানদিকে একটি গুহা রয়েছে ৷ বলা হয় ওই গুহাটি তিরুঅনন্তপুরমে গিয়ে উঠেছে ৷ এমনকি ওই সরোবরের জলে বাবিয়া কুমির কীভাবে এসেছে তাও কেউ জানেনা ৷ বলা হয় স্বাধীনতার আগে ওই সরোবরে একটি কুমির ছিল ৷ ব্রিটিশরা সেই সময় সেটিকে গুলি করে হত্যা করে ৷ তার কয়েকদিন পরে বাবিয়া নামে এই কুমিরটি আপনা থেকেই সেখানে চলে এসেছে ৷ ফলে বলা হয়, অনন্তপুরম অনন্তপদ্মনভ মন্দিরের এই কুমির দেবতার অংশ ৷