কলকাতা, 24 জুলাই : ইরম শর্মিলা চানু (Irom Sharmila Chanu) ৷ যিনি মণিপুরের লৌহমানবী হিসেবে সর্বাধিক পরিচিত ৷ এতদিন ইম্ফলের (Imphal) চানু বলতে ভারতবাসী একডাকে চিনতেন শর্মিলাকেই ৷ কিন্তু শনিবার সকাল থেকে তাঁর পরিচয়ে ভাগ বসালেন আরও একজন ৷ তিনিও ইম্ফলের চানু ৷ পুরো নাম মীরাবাঈ সাইখম চানু (Chanu Saikhom Mirabai ) ৷
তবে ইম্ফলের এই দুই মেয়ের খ্যাতির শীর্ষে যাওয়ার কাহিনিও একবারে আলাদা ৷ মীরাবাঈ শনিবারই টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ভারোত্তলনের 49 কেজি বিভাগে রুপো জিতেছেন ৷ আর শর্মিলা স্পেশাল আর্মড ফোর্সেস অ্যাক্ট বা আফস্পা (AFSPA) তোলার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন ৷ টানা 16 বছর অনশন করেছেন এই দাবিতে ৷
আরও পড়ুন :Chanu Saikhom Mirabai : মীরাবাঈয়ের রূপোলি আলোয় আপ্লুত মমতা-রাহুল-অমিত-শুভেন্দুরা
তবে মীরাবাঈয়ের লড়াইকেও একেবারে ছোট করে দেখা যাবে না ৷ দীর্ঘদিন তিনি ভারোত্তলনের সঙ্গে যুক্ত ৷ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ৷ অংশ নিয়েছিলেন 2016 সালের রিও অলিম্পিক্সেও ৷ কিন্তু সেখানে সাফল্য পাননি ৷