পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sharmila-Mirabai : শর্মিলার পর শনিবার সকালে ভারত চিনল ইম্ফলের নতুন চানুকে - টোকিও অলিম্পিক

মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ইরম শর্মিলা চানু ইম্ফলের মেয়ে ৷ আর আজ যিনি টোকিও অলিম্পিক থেকে পদক জিতলেন সেই মীরাবাঈ চানুও ইম্ফলের মেয়ে ৷ এবার আরও একজন ইম্ফলের চানুকে চিনল ভারত ৷

mirabai is the news chanu from imphal after sharmila
শর্মিলার পর শনিবার সকালে ভারত চিনল ইম্ফলের নতুন চানুকে

By

Published : Jul 24, 2021, 8:08 PM IST

কলকাতা, 24 জুলাই : ইরম শর্মিলা চানু (Irom Sharmila Chanu) ৷ যিনি মণিপুরের লৌহমানবী হিসেবে সর্বাধিক পরিচিত ৷ এতদিন ইম্ফলের (Imphal) চানু বলতে ভারতবাসী একডাকে চিনতেন শর্মিলাকেই ৷ কিন্তু শনিবার সকাল থেকে তাঁর পরিচয়ে ভাগ বসালেন আরও একজন ৷ তিনিও ইম্ফলের চানু ৷ পুরো নাম মীরাবাঈ সাইখম চানু (Chanu Saikhom Mirabai ) ৷

তবে ইম্ফলের এই দুই মেয়ের খ্যাতির শীর্ষে যাওয়ার কাহিনিও একবারে আলাদা ৷ মীরাবাঈ শনিবারই টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ভারোত্তলনের 49 কেজি বিভাগে রুপো জিতেছেন ৷ আর শর্মিলা স্পেশাল আর্মড ফোর্সেস অ্যাক্ট বা আফস্পা (AFSPA) তোলার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন ৷ টানা 16 বছর অনশন করেছেন এই দাবিতে ৷

আরও পড়ুন :Chanu Saikhom Mirabai : মীরাবাঈয়ের রূপোলি আলোয় আপ্লুত মমতা-রাহুল-অমিত-শুভেন্দুরা

তবে মীরাবাঈয়ের লড়াইকেও একেবারে ছোট করে দেখা যাবে না ৷ দীর্ঘদিন তিনি ভারোত্তলনের সঙ্গে যুক্ত ৷ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন ৷ অংশ নিয়েছিলেন 2016 সালের রিও অলিম্পিক্সেও ৷ কিন্তু সেখানে সাফল্য পাননি ৷

অধরা সেই সাফল্য এল চার বছর পর টোকিওতে ৷ রুপো জিতে এনে দিলেন এবারের অলিম্পিকে ভারতের জন্য প্রথম পদক ৷ তাও একেবার শুরুতে ৷ গতকাল, শুক্রবারই উদ্বোধন হয়েছে গ্রেটেস্ট শো অন আর্থের ৷ তার পরই তাঁর এই সাফল্য ভারতের পদকপ্রাপ্তিতে আশা জাগিয়েছে ৷ চানুর পর অনেকেই পদক পাবেন বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন :মহিলা হিসেবে গর্ব অনুভব করছি, চানুর সাফল্যে উচ্ছ্বসিত দোলা

তাই শনিবার বেলা শুরুর আগে থেকেই মণিপুরের এই মেয়েকে নিয়ে আহ্লাদে আটখানা গোটা ভারত ৷ রাজনীতিক থেকে সেলিব্রিটি, নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ৷ ফোনে কথা বলেছেন স্বয়ং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও ৷

তবে মণিপুরের লৌহমানবীর এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ এতদিন তিনিই ছিলেন ইম্ফলের চানু ৷ সেই পরিচয়ে যিনি ভাগ বসালেন, তাঁকে নিয়ে নিশ্চয় গর্ববোধই করছেন শর্মিলা ৷

আরও পড়ুন :Mirabai Chanu : জঙ্গল থেকে ভারী কাঠ বয়ে আনতেন, চানুর প্রতিভার পরিচয় 12 বছরেই

ABOUT THE AUTHOR

...view details