জয়পুর, 26 জুলাই: দিব্যি ভ্রমণে বেড়িয়েছিলেন ৷ কাঁধে ব্যাগ আর গলায় ক্যামেরা নিয়ে ঘুরছিলেন হিমাচলপ্রদেশের পাহাড়ি রাস্তায় ৷ তারই মাঝে সুযোগ পেলেই ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট ৷ পেশাগত ব্যস্ততা ভুলে এক অদ্ভুত আনন্দে বুঁদ হয়েছিলেন জয়পুরের মহিলা ডাক্তার (Doctor Died) দীপা শর্মা ৷ কিন্তু সেই সুখ কপালে সইল না ৷ তাঁর জীবনে নেমে এল চরম বিপর্যয় ৷ কিন্নড় জেলার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে (Himachal Pradesh Landslide) মুহূর্তে শেষ হয়ে যায় 9 পর্যটকের প্রাণ ৷ তাঁদেরই মধ্যে ছিলেন সেই ডাক্তার সাহেবাও ৷
এই খবরটি যখন এল, তখন সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট ৷ টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন তিনি লিখেছেন, "... হিমাচলের এই শেষ পয়েন্ট পর্যন্ত ভারতে সাধারণ নাগরিকদের যাতায়াতের জন্য অনুমতি রয়েছে ৷ সেখানেই দাঁড়িয়ে আছি ৷" মর্মান্তিক দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে তোলা সেই ছবি ৷
34 বছরের ডা. দীপা শর্মার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলে পরপর ধরা পড়বে তাঁর হিমাচল প্রদেশ সফরের নানা ছবি ৷ 25 জুলাই বেলা একটা নাগাদ তিনি নাগাস্টি আইটিবিপি চেকপোস্টে তোলা সেই ছবিটি পোস্ট করেন ৷ আর বাস্তেরির কাছে সাংলা-চিৎকুল এলাকায় বেলা 1.25-এ হয় প্রবল ভূমিধস ৷ ধসের জেরে একটি সেতুও ভেঙে পড়ে ৷ ক্ষতিগ্রস্ত হয় বহু গাড়ি ৷
আরও পড়ুন:কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল