পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor stabs step-father to death: রোজ মাকে মার, রাগে সৎ বাবাকে কুপিয়ে খুন করল নাবালক - সৎ বাবাকে খুন নাবালকের

প্রতিনিয়ত মায়ের উপর অত্যাচার করতে দেখে সৎ বাবাকে কুপিয়ে খুন (Man killed as he assaults wife) করল নাবালক ছেলে (Minor stabs step father to death) ৷ তেলেঙ্গানার ঘটনা (Telangana murder) ৷

minor-stabs-his-step-father-to-death-for-assaulting-his-mother-in-telangana
রোজ মার খেত মা, রাগে সৎ বাবাকে কুপিয়ে খুন করল নাবালক

By

Published : Apr 14, 2022, 12:49 PM IST

জনগাঁও (তেলেঙ্গানা), 14 এপ্রিল:মাকে প্রতিদিন বেধড়ক মারধর করত সৎ বাবা (Minor stabs step father to death) ৷ মায়ের এই কষ্ট সহ্য করতে না পেরে সৎ বাবাকে কুপিয়ে খুন করল 13 বছরের ছেলে ৷ চাঞ্চল্যকর এই ঘটনা হায়দরাবাদের পারসিগুট্টা এলাকার ৷

জনগাঁও শহরের বাসিন্দা মঞ্জুলার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছেন ৷ তাঁদের একটি ছেলে রয়েছে ৷ অপরদিকে, ওয়ারাঙ্গলের কাসিবুগ্গা এলাকার বাসিন্দা বিনোদ টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন একটি জল পরিশোধন কোম্পানিতে ৷ জনগাঁওয়ের আম্বেদকর নগরে মঞ্জুলা ও তাঁর প্রথম স্বামীর সন্তানকে নিয়ে থাকতে শুরু করেছিলেন বিনোদ ৷

জানা গিয়েছে, মঞ্জুলার সঙ্গে প্রায়ই ঝগড়া হত বিনোদের ৷ সে নিত্যদিন মদ্যপান করে এসে মঞ্জুলাকে বেধড়ক মারধর করত বলে অভিযোগ রয়েছে ৷ এরপর ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন মঞ্জুলা ৷ 12 এপ্রিল বিনোদ সেখানে মঞ্জুলার সঙ্গে ঝামেলা শুরু করে ৷ এরপর বিনোদ মারধর করতে শুরু করলে তখন আর চুপ করে থাকতে পারেনি মঞ্জুলার ছেলে ৷ সে তার আগেও প্রতিদিন দেখত তার মায়ের উপর অত্যাচার চালায় সৎ বাবা ৷ সে দিন আর সহ্য করতে পারেনি সে ৷

আরও পড়ুন:Acid Attack in Malda : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী

তার মামা বিনোদকে আটকালে তখনই তার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে একটি ছুরি দিয়ে বিনোদকে কোপাতে থাকে নাবালক ছেলেটি ৷ গুরুতর ভাবে জখম হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিনোদের ৷ খবর পেয়ে জনগাঁওয়ের এসিপি গাজ্জি কৃষ্ণ ঘটনাস্থলে যান এবং দেহটি ময়নাতদন্তে পাঠান ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন :খাস কলকাতাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details