হাথরস, 11 নভেম্বর: ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা উত্তরপ্রদেশে এখন কার্যত রুটিনে পরিণত হয়েছে বলে দাবি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির । তাদের আরও দাবি, রাজ্যের হাথরাস থেকে শুরু করে লখিমপুর সব জায়গার ছবিটা মোটের উপর এক। যোগীরাজ্যে ফের ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। এমনই আবহে উত্তরপ্রদেশের হাথরাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে !
অভিযোগ, মাঠে ছাগল চড়াতে গেলে ওই নাবালিকাকে কাছেই থাকা একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বছর সতেরোর নাবালক ৷ শুধু তাই নয়, এই ব্যাপারে কাউকে কিছু বললে নাবালিকাকে প্রাণেও মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অভিযুক্ত। তার বিরুদ্ধে হাথরসের সিকান্দারাউ থানার দায়ের হয়েছে এফআইআর। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সিং জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
ঘটনাটি ঘটে গত সোমবার ৷ পুলিশ জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে ওই সাত বছরের নাবালিকা বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে রাস্তার পাশে ছাগল চরাতে গিয়েছিল। তখন ওই এলাকারই এক বছর সতেরোর নাবালক তার হাত ধরে টানে ৷ মেয়েটি যেতে না-চাইলে তাকে ওই নাবালক জোর করে পাশে থাকা এক ভাঙা ও পড়ে থাকা ভবনের ভিতরে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকেকে নাবালক ধর্ষণ করে বলে অভিযোগ ৷ মেয়েটি এ কথা কাউকে জানাতে চাইলে তাকে ও তার পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত ৷
ভয় পেয়ে ওই নাবালিকা বাড়িতে এসে কাউকে কিছু জানায়নি। পরে সে অসুস্থ হয়ে পড়ে ৷ ঠিকমতো হাঁটতেও পারছিল না। পরে তার মা, বাবা জানতে চাইলে সে সব কথা খুলে বলে। এরপর পুলিশের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার ৷ শুক্রবার থানায় অভিযোগ করেন বাবা। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার। পুলিশ মেয়েটির শারীরিক পরীক্ষা করিয়েছে। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করেছে। সিকান্দারাউ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিস কুমার সিং জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে ৷
আরও পড়ুন:
- স্কুলের শৌচালয়ে ছাত্রীকে গণধর্ষণ দুই শিক্ষকের, আটক অভিযুক্তর
- দত্তক নিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা, 109 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা
- নাবালিকাকে গণধর্ষণের পর ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল, অভিযুক্ত সহপাঠীরা