পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rape with Minor Girl: উত্তরপ্রদেশের মাদ্রাসায় হরিয়ানার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ - জিরো এফআইআর

Rape with Minor Girl in Shamli: মাদ্রাসায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ উত্তরপ্রদেশের শামলিতে ঘটনাটি ঘটেছে ৷ মেয়েটি হরিয়ানার করনালের বাসিন্দা ৷ সেখানেই জিরো এফআইআর দায়ের হয়েছে ৷ উত্তরপ্রদেশ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলে হরিয়ানা পুলিশ জানিয়েছে ৷

Rape with Minor Girl
Rape with Minor Girl

By

Published : Aug 10, 2023, 3:33 PM IST

করনাল, 10 অগস্ট: মাদ্রাসায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের শামলি জেলায় ৷ মেয়েটি হরিয়ানার করনালের বাসিন্দা ৷ ওই নাবালিকা শামলিতে সংশ্লিষ্ট মাদ্রাসায় পড়তে গিয়েছিল । পরিবারের তরফে ওই মাদ্রাসার মাওলানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে ।

পরিবারের অভিযোগ, 20 জুন শামলির মাদ্রাসায় পড়তে গিয়েছিল ওই নাবালিকা । যেখানে তার সঙ্গে প্রায় 10 দিন ধরে লাগাতার ধর্ষণ করা হয় ৷ নির্যাতিতা তার পরিবারের সদস্যদের কাছে এই নিয়ে অভিযোগ করে । তার পরই বিষয়টি হরিয়ানার কারনালের জেলার শিশু সুরক্ষা কমিটির নজরে আসে । অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয় । তার পর অভিযুক্তের বিরুদ্ধে করনাল মহিলা থানায় জিরো এফআইআর করা হয় ৷

করনালের মহিলা থানায়৷ এখানেই ধর্ষণের ঘটনার জিরো এফআইআর দায়ের হয়েছে৷

নির্যাতিতার অভিযোগ, মাওলানা নির্জনে তাকে ডাকত ৷ তার পর নানাভাবে যৌন হেনস্তা করত ৷ একদিন তাকে নিজের ঘরে ডেকে নিয়ে প্রায় চার-পাঁচ ঘণ্টা ধরে নির্যাতন চালায় । আপত্তি করায় তাঁকে মারধরও করা হয় ৷ বাড়ি ফিরতে চাইলে ফিরতে দেওয়া হয়নি ৷ মেয়েটির অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ পাশাপাশি শিশু সুরক্ষা কমিটি উত্তরপ্রদেশে শামলিতে তদন্তে গিয়েছে ৷

হরিয়ানার করনালের ডিএসপি সুরেশ কুমার জানিয়েছেন, বিষয়টি শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে পুলিশের কাছে এসেছিল ৷ তারপরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ও জিরো এফআইআর নথিভুক্ত করা হয়েছে । পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে । কারণ, বিষয়টি উত্তরপ্রদেশের শামলির সঙ্গে সম্পর্কিত । তাই উত্তরপ্রদেশ পুলিশ বিষয়টি তদন্ত করে আসন্ন ব্যবস্থা গ্রহণ করবে ।

আরও পড়ুন:হোটেলের ঘরে ছুরির আঘাতে তরুণীর মৃত্যু ! গ্রেফতার বন্ধু

তবে এই নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details