পাটনা, 7 ডিসেম্বর: বল ভেবে ভুল করে দুটি হ্যান্ড গ্রেনেড বাড়িতে নিয়ে এল নাবালক । স্বভাবতই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বিহারের পূর্ণিয়া (Purnea) জেলায়। জানা গিয়েছে, পূর্ণিয়া (Purnea) জেলার এই নাবালকটি মঙ্গলবার রোপাওলি-মোহনপুর রাজ্য সড়কের কাছে খেলছিল ৷ সে দুটি হ্যান্ড-গ্রেনেড দেখতে পায় । এরপরই সেটিকে বল ভেবে বাড়িতে নিয়ে আসে ৷ এবং খেলতে খেলতে একটি গ্রেনেডের পিন টেনে নেয় । গ্রেনেড থেকে ধোঁয়া বের হলে সে বাড়ি থেকে পালিয়ে যায় ৷ প্রতিবেশীরা জানতে পেরে পুলিশেকে খবর দেয় ৷
Hand Grenades as Balls: বল ভেবে হ্যান্ড গ্রেনেড নিয়ে বাড়ি ফিরল নাবালক ! - Hand Grenades as Balls
বল ভেবে ভুল করে দুটি হ্যান্ড গ্রেনেড বাড়িতে নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিহারের পূর্ণিয়া (Purnea) জেলায় (Hand Grenades as Balls) ৷
রুপালি থানার এসএইচও মহাদেব কামাত জানান, গ্রামবাসীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের খবর দেয় ৷ আমরা বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে ঘটনাস্থলে যাই । বোমাগুলি বেশ পুরনো। সফলভাবেই সেগুলি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে ৷ পুলিশ সুপার আমির জাভেদ গোটা বিষয়টি সম্পর্কে রিপোর্ট তলব করেছেন । যে এলাকা থেকে গ্রেনেড দুটি উদ্ধার হয় সেখানে তল্লাশি চালায় পুলিশ । স্থানীয়দের মতে, প্রায় 20 বছর আগে দুটি সমাজ বিরোধী দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল । পুলিশের সন্দেহ তখন এই গ্রেনেড ।
আরও পড়ুন:বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, বসিরহাটে নাবালক-সহ জখম 2