পুনে (মহারাষ্ট্র), 17 নভেম্বর: 17 বছরের নাবালিকাকে 6 বছর ধরে ধর্ষণে অভিযুক্ত বাবা-দাদু ও কাকা(Minor Girl Raped for 6 Years by Father Grandfather and Uncle)৷ শুধু তাই নয়, এর পাশাপাশি দাদাও বোনের শ্লীলতাহানি করেছে বলে সূত্রের খবর ৷ অভিযুক্তরা হল বাবা অজয় রামেশ্বর সিং, কাকার ছেলে বিজয় রামেশ্বর সিং ও দাদু রামেশ্বর পোলহান সিং ৷ এদের তিনজনের বিরুদ্ধে স্থানীয় বিশ্বান্তওয়াড়ি থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷ এর মধ্যে বাবা অজয় রামেশ্বর সিংকে গ্রেফতার করা হয়েছে ৷
নাবালিকার মা ও বাবা পুনেতে শ্রমিকের কাজ করেন ৷ বাড়ির অবস্থা ভালো না-থাকায় উত্তরপ্রদেশে গ্রামের বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেন তাঁরা ৷ 2016 থেকে 2018-এর মধ্যে যখন মেয়েটির বয়স 12 বা 13 বছর, তখন তার 33 বছর বয়সি কাকার ছেলে এক বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরিতে বাধ্য করে ৷ এমনকি 70 বছর বয়সি দাদু নাবালিকাকে যৌন নির্যাতন করা শুরু করে ৷ এরপর 2018 সালে নাবালিকা পুনেতে তার বাবা-মায়ের কাছে চলে আসে ৷ নিজের উপর অকথ্য এই নির্যাতনের কথা নোট লিখে বাবাকে জানায় সে ৷
আরও পড়ুন :শ্রদ্ধার বাকি দেহাংশ উদ্ধারে আফতাবকে নিয়ে মেহরৌলির জঙ্গলে পুলিশ