উদয়পুর (রাজস্থান), 26 ফেব্রুয়ারি: বছর বারোর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল 72 বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে (Minor Girl Raped by Old Man) ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে ৷ বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ৷ যার জেরে অভিযুক্তকে বেধড়ক মারধরের পর পুলিশের হাতে তুলে দেন তাঁরা ৷ উদয়পুরের কানোদ থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 72 বছরের ওই বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
বিষয়টি সম্পর্কে স্থানীয় থানার আধিকারিক মণীশ জানান, তদন্তের শুরুতে প্রাথমিক তথ্যে জানা গিয়েছে অভিযুক্ত বৃদ্ধ নাবালিকাকে ভুল বুঝিয়ে পাশের একটি স্কুলে নিয়ে যায় ৷ সেখানেই তাকে ধর্ষণ করে ৷ এই ঘটনার পর কাঁদতে কাঁদতে নাবালিকা বাড়ি পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ৷ এরপরই তাঁরা অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন ৷