পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hyderabad Minor Gangraped: পর্নোগ্রাফিতে আসক্তি থেকেই হায়দরাবাদে নাবালিকাকে ধর্ষণ সহপাঠীদের, দাবি পুলিশের - হায়দরাবাদে নাবালিকাকে ধর্ষণ

পর্নোগ্রাফিতে আসক্ত হায়দরাবাদে নাবালিকাকে ধর্ষণকারী 5 স্কুলছাত্র ৷ নয়া তথ্য পুলিশি তদন্তে (Hyderabad minor gangrape incident) ৷

ETV Bharat
hyderabad rape case

By

Published : Dec 1, 2022, 6:04 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: হায়দরাবাদের হায়াতনগরে বিশেষভাবে সক্ষম নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, 17 বছরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তাঁর 5 সহপাঠী পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছিল ৷ সেই থেকেই তারা পরিকল্পনা করে সহপাঠীকে ধর্ষণের (Hyderabad minor gangrape incident) ৷ পর্নোগ্রাফিতে যা তারা দেখত, সেটা বাস্তবেও উপভোগ করতে চেয়েছিল অভিযুক্ত সহপাঠীরা ৷

যে 5 ছাত্রের বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারা প্রত্যেকেই নাবালক ৷ পুলিশের দাবি, এই অভিযুক্তদের মধ্যে এক পড়ুয়া তার বাড়ির মোবাইলে লুকিয়ে পর্নোগ্রাফি দেখত ৷ প্রতিদিন স্কুল শেষের পর একটি নির্জন জায়গায় গিয়ে ওই ভিডিয়োগুলি বাকি 4 অভিযুক্তকেও দেখাত সে (minor girl raped by classmates in Hyderabad) ৷

আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিয়ো করে ব্ল্যাকমেইল, গ্রেফতার 5 সহপাঠী

পুলিশ জানিয়েছে, গ্রুপ স্টাডির নাম করে ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডাকে এক অভিযুক্ত ছাত্র ৷ সেখানেই পাঁচজন মিলে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ ফোনে রেকর্ড করে রাখা হয় সেই ঘটনার ভিডিয়ো ৷ পরে তা দেখিয়ে ওই নাবালিকাকে ব্ল্যাকমেল করাও শুরু হয় ৷ ঘটনার 10 দিন পর ফের ওই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় ৷ সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমেও পোস্ট করে দেয় অভিযুক্তরা ৷

অগস্ট মাসে ঘটনাটি ঘটলেও, সম্প্রতি পুলিশে অভিযোগ জানানো হয় নাবালিকার পরিবারের তরফে ৷ অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details