মোরাদাবাদ, 26 ডিসেম্বর: ফের ধর্ষণ করে খুনের ঘটনা উত্তরপ্রদেশে ৷ মোরাদাবাদে সাত বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে (minor girl abducted raped and killed in moradabad) ৷ পুলিশ ঘটনার সত্যতার কথা স্বীকার করেছে ৷
জানা গিয়েছে, শুক্রবার মোরাদাবাদের কন্থ এলাকার কাছে এক আখের ক্ষেতে ওই নাবালিকার দেহ দেখতে পান এক কৃষক ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ময়নাতদন্তের রিপোর্টে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের কথা উল্লেখ করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ ৷ গত বুধবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা ৷