পটনা, 22 মার্চ: পটনায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ (Minor Gangraped in Patna)। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে শহরের জানিপুর থানা এলাকায় । পটনা এইমস থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।
অটোচালক জড়িত ঘটনায়: জানা গিয়েছে, নাবালিকা এইমস পটনা থেকে অটোয় ওঠে ৷ সেই অটোয় আরও দুই যুবক ছিল তার সঙ্গে ৷ তারা ভুসৌলা দানাপুরে নেমে গিয়েছিল । এরপর মেয়েটি একা পড়ে যায় । এরপর অটোচালক তাকে বাঘা টোলায় এক হোটেলের কাছে নিয়ে যায় ৷ তাকে অটোচালক বলে, তার মা অসুস্থ এবং হোটেলের ঘরে আছে ৷ এই বলে অটোচালক উপরে হোটেলের ঘরে উঠে যেতে শুরু করে ৷ তারপর নাবালিকাকেও নীচে না বসে উপরে আসতে বলে ৷ নাবালিকা যখন ওই ঘরে নিয়ে যাওয়া হয় সেখানে আগে থেকেই তিন যুবক উপস্থিত ছিল । এরপর ঘর বন্ধ করে সবাই পালাক্রমে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ।