রাঁচি, 8 অক্টোবর: প্রিয়জনের হাত ধরে পুলিশ স্টেশন চত্বরে আয়োজিত এক অর্কেস্ট্রা অনুষ্ঠানে গিয়েছিল লাতেহারের 11 বছরের কিশোরী ৷ পরিণাম যে এমন ভয়ংকর হতে পারে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউ ৷ অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে রেলস্টেশনে গণধর্ষণের শিকার হল ওই কিশোরী ৷ শিউরে ওঠার এখানেই শেষ নয় ৷ ধর্ষকরা প্রত্যেকেই কিশোর বয়সি বলে পুলিশ সূত্রে খবর (Minor girl gangraped in latehar by 10 minors) ৷ পাশাপাশি ধর্ষণের সময় প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে ৷
ইতিমধ্যেই অভিযুক্ত 10 জন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ (Accused are arrested) ৷ সূত্রের খবর, কিশোর বয়সি এক বন্ধুর সঙ্গে ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিল কিশোরী ৷ ফেরার পথে স্টেশনে অপেক্ষারত অবস্থায় মদ্যপ কিশোরদের কু-নজরে পড়ে সে ৷ শুরুটা হয় অভব্য আচরণ দিয়ে এবং যার পরিণতিটা মর্মান্তিক ৷