মুম্বই, 22 জানুয়ারি: ফের নাবালিকাকে গণধর্ষণের ঘটনা, এবার মুম্বইয়ে (Minor Girl Gang Raped in Mumbai) ৷ মুম্বই সংলগ্ন গোভান্ডির শিবাজিনগর এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ-ছ'জন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, শনিবার ভোর 5টা নাগাদ যখন কাজে যাচ্ছিল ওই নাবালিকা, তখন এই ঘটনা ঘটে ৷ ঘটনায় ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নির্যাতিতা ৷
জানা গিয়েছে, শিবাজিনগরেই বাড়ি ওই নাবালিকার ৷ রোজকার মতই এদিন ভোরেও সে কাজে বেরিয়েছিল ৷ অভিযোগ, পথে একটি ফাঁকা যায়গায় তাঁকে ধর্ষণ করে 5-6 জন দুষ্কৃতী ৷ এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ ৷