পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor Girl Gang Rape: উত্তরপ্রদেশে নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ - Minor Girl Gang Rape

উত্তরপ্রদেশের মৌ জেলায় গণধর্ষণ করে নাবালিকাকে বিহারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ৷ মহিলা-সহ তিনজনকে আটক করেছে পুলিশ (Minor Girl Gang Rape) ৷

Minor Girl Gang Rape
নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

By

Published : Oct 1, 2022, 8:39 PM IST

Updated : Oct 1, 2022, 9:05 PM IST

মৌ, 10 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের মৌ জেলায় গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ অভিযুক্ত বিহারের দুই পুলিশকর্মী-সহ চারজন (Minor Girl Gang Rape) । অভিযোগ এরপর মেয়েটিকে এক মহিলার কাছে বিক্রি করে দেওয়া হয় । বিষয়টি প্রকাশ্যে এনেছে মৌ থানা পুলিশ ৷ এক মহিলা-সহ তিনজনকে আটক করেছে । গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য এখনও পলাতক । শনিবার সিও সিটি ধনঞ্জয় মিশ্রা এই তথ্য জানিয়েছেন । তিনি জানান, একটি মেয়েকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে । এরপর নাবালিকা মেয়েটিকে একজনের কাছে 50 হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় ৷

আরও পড়ুন:পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ, ষষ্ঠীতেই অষ্টমীর আনন্দ দোলুই পরিবারে

সিও সিটি ধনঞ্জয় মিশ্রা জানিয়েছেন, বিহারের এক মহিলার কাছ থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছে মৌ পুলিশ । গ্রেফতারকৃত অভিযুক্তরা হল, সোনি দেবী, একজন মহিলা দালাল, জয়নগরের অশোক মার্কেটের নাইট গার্ড অর্জুন যাদব এবং ইলেকট্রিশিয়ান সজন কুমার ।

জানা গিয়েছে, পারিবারিক অসন্তোষের কারণে প্রায় এক মাস আগে বিহারের মধুবনী জেলার জয়নগর থানা এলাকায় মৌ থেকে চলে আসেন ওই নির্যাতিতা । নির্যাতিতা অশোক বাজারের নাইট গার্ড অর্জুন যাদবের কাছে সাহায্য চেয়েছিল । সাহায্যের অজুহাতে অর্জুন যাদব তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং তার সমস্ত বন্ধুদের ডেকে পাঠান । এরপর সবাই মিলে মেয়েটিকে ধর্ষণ করে ধরে বন্দি করে রাখে । এতে দুই পুলিশ সদস্যও জড়িত ছিল । এরপর মেয়েটিকে 50 হাজার টাকায় এক মহিলার কাছে বিক্রি করে দেয় অভিযুক্তরা ।

নাবালিকাকে গণধর্ষণ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ

আরও পড়ুন:নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ পরিবার

সুযোগ পাওয়া মাত্রই নির্যাতিতা তার বাড়ির পরিবারের সদস্যদের সব কথা জানায় ৷ এ ঘটনায় গত সেপ্টেম্বরে মৌ কোতয়ালিতে মামলা করে তার পরিবারের সদস্যরা । এরপরই তদন্তে নামে মৌ থানার পুলিশ । সিও সিটি ধনঞ্জয় মিশ্র ঘটনার কথা জানিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে ।

Last Updated : Oct 1, 2022, 9:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details