পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Minor Girl Burnt Body Recovered: ছাগল চরাতে গিয়ে নিঁখোজ নাবালিকা, কয়লার চুল্লি থেকে দগ্ধ দেহ উদ্ধার - নাবালিকা

বুধবার ছাগল চরাতে গিয়ে রাজস্থানে নিঁখোজ হয়ে যায় নাবালিকা ৷ বৃহস্পতিবার কয়লার চুল্লি থেকে তার পোড়া দেহ উদ্ধার হয়েছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

Minor Girl Burnt Body Recovered
চুল্লি থেকে নাবালিকার দগ্ধ দেহ উদ্ধার

By

Published : Aug 3, 2023, 3:34 PM IST

ভিলওয়াড়া(রাজস্থান), 3 অগস্ট: ছাগল চরাতে গিয়ে নিঁখোজ হয়ে যাওয়া নাবালিকার অগ্নিদগ্ধ দেহ মিলল কয়লার চুল্লি থেকে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়াড়া জেলার শাহপুরার গির্দিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনাস্থলে আসে প্রশাসনের আধিকারিক ও রাজনৈতিক নেতারা ৷

জানা গিয়েছে, গির্দিয়া গ্রাম পঞ্চায়েত এলাকারই বাসিন্দা ওই নাবালিকা ৷ বুধবার সে ছাগল চরাতে গিয়েছিল ৷ কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যে নামলেও বাড়ি না ফেরায় মেয়েটিকে খুঁজতে বোরোয় গ্রামবাসীরা ৷ বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হয় ৷ বৃহস্পতিবার সকালে মেয়েটির দেহ পাওয়া যায় ওই এলাকায় কয়লা চুল্লি থেকে ৷

সূত্রের খবর, নাবালিকা গুর্জর সম্প্রদায়ের ৷ শেষ বুধবার বিকেলে এলাকার কয়লা চুল্লির আশেপাশে মেয়েটিকে ছাগল চরাতে দেখা গিয়েছিল । তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি ৷ সন্ধ্যা নাগাদ বাড়িতে পৌঁছে পরিবারের লোকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মেয়েটিকে খুঁজতে থাকে । মেয়েটিকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করতে যায় ৷ তবে পুলিশ ডায়েরি নিতে অস্বীকার করে বলে অভিযোগ । কিন্তু আজ সকালে গ্রামবাসীরা আবার মেয়েটিকে খুঁজতে থাকে ৷ তারা গির্দিয়া পঞ্চায়েত এলাকায় থাকা ওই কয়লা চুল্লিতে তল্লাশি চালায় ৷ সেসময় কয়লার চুল্লিতে মেয়েটির হাত এবং রুপোর চুড়ি দেখতে পাওয়া যায় ।

আরও পড়ুন:শ্লীলতাহানির প্রতিরোধ করায় জোর করে খাওয়ানো হল স্যানিটাইজার ! মৃত কিশোরী

এরপরেই নাবালিকার পুড়ে যাওয়া দেহ দেখতে পায় এলাকাবাসীরা ৷ এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন মন্ত্রী কালু লাল গুর্জর-সহ বিপুল সংখ্যক মানুষ । আসেন জেলাপ্রধান শঙ্কর লাল গুর্জর ৷ তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন । পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন । পরিবারের সদস্যরা ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছে ৷ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details