রাজকোট, 22 জানুয়ারি:একদিকে জামাইবাবু, অন্যদিকে হবু স্বামী ৷ দু'জনের বিরুদ্ধেই লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ তুলল এক কিশোরী (Sexual Assault on Minor Girl) ৷ সূত্রের দাবি, এর জেরে ওই নাবালিকার তিনবার গর্ভপাত করানো হয় ! এমনকী, ইতিমধ্যেই একবার ওই নাবালিকা মৃত সন্তানের জন্ম পর্যন্ত দিয়েছে ! গুজরাতের রাজকোটের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ৷ উপতেলার আদালতে রুজু হয়েছে মামলা ৷
অভিযোগকারিণী জানিয়েছে, তার উপর দিনের পর দিন অত্যাচার করে গিয়েছেন তার দিদির স্বামী ৷ অন্যদিকে, এই নাবালিকার সঙ্গে এক যুবকের বিয়ে ঠিক করা হয়েছিল ৷ দুই পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময় হলে তাদের বিয়ে দেওয়া হবে ৷ কিন্তু, সেই সময় আসার আগেই ওই যুবক তাঁর নাবালিকা বাগদত্তার উপর যৌন নির্যাতন শুরু করেন বলে অভিযোগ ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ৷ উপতেলা থানায় ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷