সাতারা (মহারাষ্ট্র), 8 মার্চ: নাবালিকা মেয়ের সন্তান জন্ম দেওয়ার খবর লুকোতে সদ্যোজাতকে খুন করার অভিযোগ উঠল (Shocking Incident in Patan Taluka) ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারার পাটান তালুকের একটি গ্রামে ৷ অভিযোগ, নাবালিকার বাবা ওই সদ্যোজাতের ধড় থেকে মাথা আলাদা করে নর্দমায় ফেলে দেন ৷ কারণ, ওই শিশুর কান্নায় প্রতিবেশীরা ওই নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পেরে যেত ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে ৷ মেয়েটি ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ৷ এই ঘটনায় আগেই পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের হয়েছে ৷ অভিযুক্ত যুবকও পুলিশি হেফাজতে রয়েছেন ৷
পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ধর্ষণের (Rape) ঘটনাটি প্রায় সাড়ে আটমাসের পুরনো ৷ পুলিশের কাছে অভিযোগ আসার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ অভিযোগে মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল ৷ কিন্তু স্বাস্থ্য পরীক্ষার সময় মেয়েটির গর্ভধারণের কোনও প্রমাণ না মেলায় চিকিৎসকদের সন্দেহ হয় ৷ প্রাথমিকভাবে মনে করা হয় যে মেয়েটি মিথ্যা অভিযোগ করেছে ৷