পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Girl Sexually Abused: মধ্যপ্রদেশে 5 বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক - Minor Girl Allegedly Sexually Abused

Minor Girl Allegedly Sexually Abused in Madhya Pradesh: শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়া এক আসামীর বিরুদ্ধে ৷ মধ্যপ্রদেশের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Girl Sexually Abused BHARAT
Girl Sexually Abused

By

Published : Aug 18, 2023, 2:45 PM IST

Updated : Aug 18, 2023, 4:28 PM IST

সাতনা, 18 অগস্ট: মধ্যপ্রদেশের সাতনায় 5 বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৷ বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার সদর এলাকায় ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, স্থানীয় যুবক রাকেশ বর্মা শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় এবং তার নিগ্রহ করে ৷ পুলিশ শিশুটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেছে ৷ বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন ৷ অভিযুক্ত রাকেশ বর্মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সাতরা জেলার সিএসপি মহেন্দ্র সিং জানিয়েছেন, অভিযুক্ত রাকেশ বর্মা, বয়স 30 বছর ৷ তিনি সম্প্রতি অন্য একটি মামলায় জেল থেকে ছাড়া পেয়েছে ৷ তাঁর বাড়ি সাতরা শহরের জীবন জ্যোতি এলাকায় ৷ অভিযোগ ওই শিশুটি তার বাবা-মা’র সঙ্গে রাস্তায় ভিক্ষা করছিল ৷ সেই সময় রাকেশ শিশুটির কাছে যায় এবং তাকে চকলেট দেওয়ার লোভ দেখায় ৷ এর পর স্থানীয় একটি শিব মন্দিরের পিছনে নির্জন স্থানে নিয়ে যায় শিশুটিকে ৷ অভিযোগ সেখানেই শিশুটির উপর নির্যাতন চালায় অভিযুক্ত রাকেশ বর্মা ৷ তাকে সেখানে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত ৷

দীর্ঘক্ষণ মেয়ের কোনও খোঁজ না পেয়ে, তার বাবা-মা পুলিশের দ্বারস্থ হয় ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে বাচ্চাটির খোঁজে একটি দল গঠন করে ৷ ওই এলাকা এবং আশেপাশের এলাকায় পুলিশ তল্লাশি শুরু করে ৷ তখনই শিবমন্দিরের পিছনে নির্জন জায়গায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তদন্তকারীরা ৷ তাকে উদ্ধার করে সাতরা হাসপাতালে ভরতি করানো হয় ৷ কিন্তু, অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে রেওয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরীত করা হয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন:খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে মুখ বেঁধে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সাতরা জেলার সিএসপি মহেন্দ্র সিং জানিয়েছেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ৷ পাশাপাশি, অভিযুক্ত রাকেশ বর্মাকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ আধিকারিকরা ঘটনার আরও বিস্তারিত তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Aug 18, 2023, 4:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details